নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি মিশুককে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে নারীসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ফেলনা পশ্চিম পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন। ট্রাকের নিচে চাপা পড়া তিনজন মিশুক ও সিএনজি অটোরিকশার যাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ১ জনের লাশ উদ্ধার করেছি। ৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। চাপা পড়া দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে। নিহত ও আহত কারো পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি মিশুককে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে নারীসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ফেলনা পশ্চিম পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন। ট্রাকের নিচে চাপা পড়া তিনজন মিশুক ও সিএনজি অটোরিকশার যাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ১ জনের লাশ উদ্ধার করেছি। ৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। চাপা পড়া দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে। নিহত ও আহত কারো পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।