চৌদ্দগ্রাম প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
এরই অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায় টহল জোরদার করা হয়েছে।
আজ সোমবার নাশকতার আশঙ্কায় চৌদ্দগ্রাম উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
পুলিশ জানায়, সকল ধরনের নাশকতা এড়াতে চৌদ্দগ্রাম থানা, মিয়াবাজার হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল সেক্টরের পৃথক টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার রাত থেকে টহল জোরদার করেছে। ইতোমধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনগুলোর নেতাকর্মীদের আটক করতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে। নাশকতার আশঙ্কায় সোমবার উপজেলা কৃষকলীগের সভাপতি ও গুণবতী ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আনোয়ার হোসেনকে সন্ত্রাস বিরোধী আইনে উপজেলা পরিষদ এলাকা থেকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
এরই অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায় টহল জোরদার করা হয়েছে।
আজ সোমবার নাশকতার আশঙ্কায় চৌদ্দগ্রাম উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
পুলিশ জানায়, সকল ধরনের নাশকতা এড়াতে চৌদ্দগ্রাম থানা, মিয়াবাজার হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল সেক্টরের পৃথক টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার রাত থেকে টহল জোরদার করেছে। ইতোমধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনগুলোর নেতাকর্মীদের আটক করতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে। নাশকতার আশঙ্কায় সোমবার উপজেলা কৃষকলীগের সভাপতি ও গুণবতী ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আনোয়ার হোসেনকে সন্ত্রাস বিরোধী আইনে উপজেলা পরিষদ এলাকা থেকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।