লালমাইয়ের ফসলি জমি থেকে মেছোবাঘ আটক

লালমাই প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর উত্তরপাড়ায় গ্রামবাসী ফসলি জমি থেকে ধাওয়া করে একটি মেছোবাঘ আটক করেছেন।

সোমবার (১২ মে) জগতপুর গ্রামের অটোরিকশা চালক নুরুন্নবী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার বিকেলে বাড়ির পাশের ফসলি জমির আইলে ঘাস কাটছিলাম। মেছোবাঘটি কয়েকজন ধাওয়া করে আটক করে। পরে একটি কবুতরের খাঁচায় বিড়ালটিকে বন্দি করে রাখা হয়। বর্তমানে এটি আমার ভাই অলি উল্যার ঘরে রয়েছে।

অলি উল্যাহ বলেন, শখের বসে কবুতরসহ বিভিন্ন পাখি পালন করি। গ্রামবাসী মেছোবাঘটি ধরে আমার কাছে দিয়েছে। এটিকে নিয়মিত খাবার দিচ্ছি। সরকারি কোনো সংস্থা না নিলে অথবা আইনি বাধা না থাকলে মেছোবাঘটিকে স্থায়ীভাবে আমার কাছে রাখতে চাই।

সোমবার লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, একটি মেছো বাঘ জগতপুর গ্রামে খাঁচায় বন্দি আছে জানতে পেরে বনবিভাগের কর্মকর্তাদের জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে মেছোবাঘটি উদ্ধার করে সুস্থ করে বনে ছেড়ে দেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত