লালমাইয়ে বাড়ির পাশের গর্তে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, লালমাই
Thumbnail image

কুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে গর্তে ডুবে হাওয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া হাওয়া ফতেপুর উত্তর পাড়ার ওমান প্রবাসী রবিউল হোসেনের একমাত্র মেয়ে।

স্থানীয়রা জানান, তিন-চার দিন আগে ফতেহপুর গ্রামের রিকশা চালক কালু মিয়া নিজের জমিতে গর্তটি করে মাটি বাড়িতে নেয়। গত কয়েকদিনের বৃষ্টিতে গর্তটিতে হাঁটু পানি জমে ডোবায় পরিণত হয়। শুক্রবার দুপুরে খেলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে যায়। পরবর্তীতে শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় বাগমারা বাজারস্থ পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক শিশুটিতে মৃত ঘোষণা করেন।

হাওয়ার চাচা আবদুল মালেক বলেন, হাওয়া আমার ছোট ভাইয়ের মেয়ে। আমার ভাই ওমানে থাকে। কিছুদিন আগে সে ছুটি শেষ করে প্রবাসে গিয়েছে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে হাওয়া সবার ছোট। তার বয়স মাত্র দুই বছর। সবাই তাকে অনেক আদর করত। তার মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়েছি। শুক্রবার বাদ আছর জানাজা শেষে হাওয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত