নাঙ্গলকোট প্রতিনিধি

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী ২০০ নেতাকর্মী একাত্মতা প্রকাশ করেছেন। গতকাল রোববার দুপুরে নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুলের নেতৃত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা ফুল দিয়ে আবদুল গফুর ভূঁইয়াকে শুভেচ্ছা জানান এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
আবদুল গফুর ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, ইজ্জত-সম্মান আমাদেরকে কর্মের মাধ্যমে অর্জন করতে হবে। আমি কাউকে নেতা বানাতে পারব না। নেতা বানাবে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ের কর্মীরা। মাঠ পর্যায়ে ৫টি জরিপের মাধ্যমে দল আমাকে নমিমেশন দিয়েছে। আমি নির্বাচন করছি। মানুষের সেবার জন্য। আমাদেরকে কর্মের মাধ্যমে মানুষকে সেবা দিতে হবে। আমি নিজে অসৎ হব না। কাউকে অসৎ কাজ করতে দেব না। আমি সঠিক কাজটি করব। আমার নির্বাচনী এলাকায় মদ, জুয়া, চাঁদাবাজি এবং কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না। নেতাকর্মীদের প্রতি আমার উপদেশ থাকবে, আপনারা কেউ অহংকার-অহমিকা করবেন না। নিজেকে কেউ বড় মনে করবেন না। আমার ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি নজির আহম্মেদ ভূঁইয়া, উপজেলা বিএনপি সভাপতি আলী আক্কাছ চেয়ারম্যান, পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চেয়ারম্যান, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুফু চেয়ারম্যান,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদল নেতা সেলিম জাহাঙ্গীর মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক মো. ইউছুপ, মফিজুর রহমান প্রমুখ।
এ সময় একাত্মতা পোষণকারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সাবেক সভাপতি মাহবুল আলম সিজার, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সাবেক সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মো. আহছান উল্ল্যাহ, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি খলিলুর রহমান সোহাগ, নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মো. হারুন, মো. সোহেল, মো. সালাহ উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কবির হোসেনসহ নাঙ্গলকোট পৌরসভা শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
একাত্মতা প্রকাশকারী নেতৃবৃন্দ বলেন, ব্যক্তি স্বার্থ পরিহার করে দলীয় ঐক্যের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করাই এখন সময়ের দাবি। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের ব্যাপক সমর্থনে আব্দুল গফুর ভূঁইয়া বিজয়ী করা হবে।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী ২০০ নেতাকর্মী একাত্মতা প্রকাশ করেছেন। গতকাল রোববার দুপুরে নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুলের নেতৃত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা ফুল দিয়ে আবদুল গফুর ভূঁইয়াকে শুভেচ্ছা জানান এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
আবদুল গফুর ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, ইজ্জত-সম্মান আমাদেরকে কর্মের মাধ্যমে অর্জন করতে হবে। আমি কাউকে নেতা বানাতে পারব না। নেতা বানাবে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ের কর্মীরা। মাঠ পর্যায়ে ৫টি জরিপের মাধ্যমে দল আমাকে নমিমেশন দিয়েছে। আমি নির্বাচন করছি। মানুষের সেবার জন্য। আমাদেরকে কর্মের মাধ্যমে মানুষকে সেবা দিতে হবে। আমি নিজে অসৎ হব না। কাউকে অসৎ কাজ করতে দেব না। আমি সঠিক কাজটি করব। আমার নির্বাচনী এলাকায় মদ, জুয়া, চাঁদাবাজি এবং কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না। নেতাকর্মীদের প্রতি আমার উপদেশ থাকবে, আপনারা কেউ অহংকার-অহমিকা করবেন না। নিজেকে কেউ বড় মনে করবেন না। আমার ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি নজির আহম্মেদ ভূঁইয়া, উপজেলা বিএনপি সভাপতি আলী আক্কাছ চেয়ারম্যান, পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চেয়ারম্যান, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুফু চেয়ারম্যান,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদল নেতা সেলিম জাহাঙ্গীর মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক মো. ইউছুপ, মফিজুর রহমান প্রমুখ।
এ সময় একাত্মতা পোষণকারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সাবেক সভাপতি মাহবুল আলম সিজার, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সাবেক সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মো. আহছান উল্ল্যাহ, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি খলিলুর রহমান সোহাগ, নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মো. হারুন, মো. সোহেল, মো. সালাহ উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কবির হোসেনসহ নাঙ্গলকোট পৌরসভা শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
একাত্মতা প্রকাশকারী নেতৃবৃন্দ বলেন, ব্যক্তি স্বার্থ পরিহার করে দলীয় ঐক্যের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করাই এখন সময়ের দাবি। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের ব্যাপক সমর্থনে আব্দুল গফুর ভূঁইয়া বিজয়ী করা হবে।