নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা- ১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া মোটর শোভাযাত্রা করে নির্বাচনী এলাকায় শোডাউন শুরু করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় লালমাই দক্ষিণ বাজার থেকে তিনি শত শত মোটর সাইকেল নিয়ে তিনি দত্তপুর, বাগমারা বাজার, সৈয়দপুর, মেহেরকুল দৌলতপুর, শিকারপুর, হাজতখোলা, বড়তুলা, দুর্গাপুর, আমুয়া, গোলাচৌ, কলমিয়া, ভুলইন, ভুশ্চি, জামুয়া, গোসাই পুষ্কুনি, গৈয়ারভাঙা, বাংলাবাজার, বেলঘর, যুক্তিখোলা দিয়ে নাঙ্গলকোটের বাঙ্গডডা যাবেন।

বাগমারা উত্তর বাজার রেলসেতু এলাকায় বিএনপির ধানের শীষের প্রার্থী মো আবদুল গফুর ভূঁইয়া বলেন, আমি লালমাইবাসীর দোয়া চাই। ধানের শীষে ভোট চাই। মদ গাঁজার বিরুদ্ধে আমার অবস্থান। আপনারা ধানের শীষে ভোট দিন।
এরপর তিনি বাগমারা রেলক্রসিং পার হয়ে গাড়ি বহর নিয়ে যান।
তাঁর গাড়ি বহরে আছেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাস ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।
তিনি নির্বাচনী এলাকার ৫০ টি স্পটে দিয়ে শোভাযাত্রা করবেন।
এদিকে বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়াকে স্বাগত জানাতে মোড়ে মোড়ে নেতাকর্মীরা জড়ো হয়ে ধানের শীষের পক্ষে শ্লোগান দিচ্ছেন।

কুমিল্লা- ১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া মোটর শোভাযাত্রা করে নির্বাচনী এলাকায় শোডাউন শুরু করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় লালমাই দক্ষিণ বাজার থেকে তিনি শত শত মোটর সাইকেল নিয়ে তিনি দত্তপুর, বাগমারা বাজার, সৈয়দপুর, মেহেরকুল দৌলতপুর, শিকারপুর, হাজতখোলা, বড়তুলা, দুর্গাপুর, আমুয়া, গোলাচৌ, কলমিয়া, ভুলইন, ভুশ্চি, জামুয়া, গোসাই পুষ্কুনি, গৈয়ারভাঙা, বাংলাবাজার, বেলঘর, যুক্তিখোলা দিয়ে নাঙ্গলকোটের বাঙ্গডডা যাবেন।

বাগমারা উত্তর বাজার রেলসেতু এলাকায় বিএনপির ধানের শীষের প্রার্থী মো আবদুল গফুর ভূঁইয়া বলেন, আমি লালমাইবাসীর দোয়া চাই। ধানের শীষে ভোট চাই। মদ গাঁজার বিরুদ্ধে আমার অবস্থান। আপনারা ধানের শীষে ভোট দিন।
এরপর তিনি বাগমারা রেলক্রসিং পার হয়ে গাড়ি বহর নিয়ে যান।
তাঁর গাড়ি বহরে আছেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাস ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।
তিনি নির্বাচনী এলাকার ৫০ টি স্পটে দিয়ে শোভাযাত্রা করবেন।
এদিকে বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়াকে স্বাগত জানাতে মোড়ে মোড়ে নেতাকর্মীরা জড়ো হয়ে ধানের শীষের পক্ষে শ্লোগান দিচ্ছেন।