সকালবেলা এক কোয়া রসুন খাওয়ার অন্যরকম উপকারিতা

আমার শহর ডেস্ক
Thumbnail image

রান্নার অন্যতম দরকারি উপকরণ রসুন। স্বাস্থ্যের জন্য উপকারী রসুন কাঁচাও খাওয়া যায়। নিয়মিত এক কোয়া কাঁচা রসুন খেলে রান্নার চেয়ে বেশি উপকারিতা মেলে। এ কারণে এটিকে সুপারফুডও বলা হয়। তবে যাদের রসুনে অ্যালার্জি আছে বা যাদের কাঁচা রসুন খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাদের এড়ানো ভালো।

প্রতিদিন রসুন খাওয়ার উপকারিতা-

রোগ প্রতিরোধ ক্ষমতা: ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

হজমশক্তি: যাদের হজমের সমস্যা রয়েছে তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রসুন যোগ করা খুবই জরুরি।

রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে: প্রতিদিন সকালে এক কোয়া রসুন খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।

কোলেস্টেরল: প্রতিদিন রসুন খেলে উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

ক্যান্সারের ঝুঁকি কমে: অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রসুন খেলে কিছু নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

ত্বকের জন্য উপকারী: ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রসুন খাওয়া ত্বকের জন্যও উপকারী।

ওজন কমাতে সহায়ক: যারা ওজন কমাতে চাইছেন তারা প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন যোগ করতে পারেন। রসুন শরীরের অপ্রয়োজনীয় ক্যালোরি ঝরাতে সাহায্য করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত