চুল পড়া রোধে আমলকী ও অ্যালোভেরার ব্যবহার

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

চুল পড়ার সমস্যা বর্তমান সময়ে প্রায় সবারই এক বড় দুশ্চিন্তার কারণ। পৃথিবীতে সাধারণত দুই ধরনের মানুষ দেখা যায়—এক দল যারা চুল পড়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন, আর অন্য দল যারা চুল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। বেশির ভাগ ক্ষেত্রে চুল পড়ার সমস্যাই বেশি। তবে চুল পড়া রোধ এবং চুলের স্বাস্থ্য বজায় রাখতে প্রাকৃতিক উপাদানে তৈরি মাস্ক দারুণ কার্যকর। এর মধ্যে আমলকী ও অ্যালোভেরা মাস্ক চুলের যত্নে এককথায় অসাধারণ।

আমলকীর উপকারিতা

* ভিটামিন সি সমৃদ্ধ আমলকী কোলাজেন প্রোটিন তৈরিতে সহায়তা করে।
* চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া রোধ করে।
* অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ খুশকি দূর করে।
* মাথার ত্বকে সংক্রমণ প্রতিরোধ করে।
* চুলের স্বাভাবিক রং অক্ষুণ্ন রাখতে এবং অল্প বয়সে চুল পাকা রোধে সহায়তা করে।

অ্যালোভেরার উপকারিতা

* এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, চুল নরম রাখে।
* মাথার ত্বক পরিষ্কার রাখে এবং চুলকানি রোধ করে।
* চুল ভাঙা কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

আমলকী ও অ্যালোভেরা মাস্ক তৈরির পদ্ধতি
প্যাক তৈরির উপকরণ:

* আমলকীর পাউডার বা রস ২ টেবিল চামচ
* টাটকা অ্যালোভেরা জেল ৩ টেবিল চামচ
* নারকেল তেল ১ টেবিল চামচ
* লেবুর রস ১ টেবিল চামচ

প্যাক তৈরির পদ্ধতি:

* গাছ থেকে অ্যালোভেরা পাতা কেটে ভেতরের জেল বের করে নিন এবং ব্লেন্ড করুন।
* আমলকী পাউডার কুসুম গরম পানিতে গুলিয়ে পেস্ট তৈরি করুন বা আমলকী ব্লেন্ড করে রস বের করে নিন।
* একটি বাটিতে আমলকী এবং অ্যালোভেরা জেল ভালোভাবে মেশান।
* অতিরিক্ত পুষ্টি ও উজ্জ্বলতার জন্য এতে নারকেল তেল ও লেবুর রস যোগ করুন।

ব্যবহার পদ্ধতি:

* পরিষ্কার ভেজা বা শুকনা চুলে এই প্যাক ব্যবহার করা যায়।
* চুল দুই ভাগে ভাগ করে হাত দিয়ে গোড়া থেকে আগা পর্যন্ত প্যাকটি ভালোভাবে লাগান।
* মাথার ত্বকে আঙুল দিয়ে হালকা ম্যাসাজ করুন।
* শাওয়ার ক্যাপ পরে ৩০-৪৫ মিনিট অপেক্ষা করুন।
* এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। প্রয়োজনে কন্ডিশনার ব্যবহার করুন।
* সপ্তাহে একদিন নিয়ম করে এই প্যাক ব্যবহার করলে চুল পড়া কমবে এবং চুল আরও স্বাস্থ্যোজ্জ্বল হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত