সোহানা শারমিন
শরতের সৌন্দর্য বাঙালির কাছে অতি প্রিয়। শরতের আকাশ কখনো মেঘ রং, কখনো ফকফকা, কখনো শুভ্র। এই ঋতুতে মেঘের ওড়াওড়ি মুগ্ধ করে। বাংলা ষড়ঋতুর একটি শরৎ। ভাদ্র ও আশ্বিন এই দুই মাস মিলিয়ে শরৎ। শরতে শিউলি ফুল ফুটে। রাতে শিউলি ফুলের গন্ধ নাকে এসে কি যে ভালো লাগে। এই ঋতুতে সনাতন ধর্মাবলম্বীরা শারদীয়া দুর্গাপূজা করে। এবাড়ি ওবাড়ি গিয়ে মাতিয়ে রাখে। শঙ্খ ধ্বনি করে। এই ঋতুতে রোদের তেজও আছে। বিকেলে শাড়ি পরে অতি কাছের কাউকে নিয়ে ঘুরতে যাওয়াও এই ঋতুর অন্যতম আবহ।
শরতে কাশফুল ফুটে। জঙ্গলে জঙ্গলে, আলপথ ধরে গেলে, সড়কের পাশে সাদা শুভ্র ফুল। কাশফুলের নরম ছোঁয়া আপনার হাত ও তুলতুলে নরম গালকে আবিষ্ট করবে। মুঠোফোনের কল্যাণে ক্লিক করে কত তরুণ তরুনী, সহপাঠী, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, বিয়ের কথাবার্তা হওয়া ছেলে মেয়ে, বাবা মা, নিসর্গপ্রেমীরা। এই ঋতুতে ব্র্যান্ডের শাড়ি দোকানগুলোতে বিকিকিনিও জমে। এখনকার তরুণীরা কাশফুলের আবহে সাদা শাড়ির মধ্যে রং করা শাড়ি কেনে। সাদা ব্লাউজের সঙ্গে মিলিয়ে পরে ঘুরতে যান। ছবি তুলে। ফেসবুকে দেয়। শত শত ফেসবুক বন্ধু লাইক দেয়। কমেন্ট করে। বেশির ভাগই লেখেন,‘ নাইস’সহ আরও কতো ভালোলাগা শব্দ।
শরৎ বর্ষার বৃষ্টিভেজা সৌন্দর্য ও ভোগান্তি দূর করে প্রকৃতিতে নিজেকে মেলে ধরে। এবার বর্ষায় বৃষ্টি হয়েছে বেশি। এরপরেই চলে এলো ভাদ্র মাস। বলা হয়ে থাকে ভাদ্র মাসে তাল পাকে। রোদের তাপে তাল পাকে। এই সময়ে বাড়ি বাড়ি, ঘরে ঘরে তালের পিঠা হয়। তালের ভরা হয়। কাঁঠাল পাতায় তালের পিঠা বানানো হয়। গ্রামীণ বিভিন্ন পাতার ভেতরে তাল, গুড়ি, নারকেল মিশিয়ে পিঠা তাওয়ায় দেওয়া হয়। পোড়ার মিষ্টি গন্ধ ও পিঠার স্বাদে সেইরকম লাগে।
এই ঋতুকে ভালোবাসার ঋতু বলা হয়। মেঘের ওড়াওড়ি, শাদা শাদা মেঘের ছুটে চলা, কাশফুল, নানা প্রজাতির আরও ফুল, ঝিরিঝিরি বাতাস অদ্ভুত ভালো লাগে।
শরৎ বাঙালির জন্য শুভ্রতার বার্তা। পড়ন্ত বিকেলে কুমিল্লার গোমতী নদী থেকে শরতের ছবি অসম্ভব সুন্দর লাগে। শরতের রাতের জোছনাময় আকাশ আরও সুন্দর। কবি সাহিত্যিক ও শিল্পীর চোখে শরতের মোহনীয় রূপ আরও সুন্দর।
শরতের সৌন্দর্য বাঙালির কাছে অতি প্রিয়। শরতের আকাশ কখনো মেঘ রং, কখনো ফকফকা, কখনো শুভ্র। এই ঋতুতে মেঘের ওড়াওড়ি মুগ্ধ করে। বাংলা ষড়ঋতুর একটি শরৎ। ভাদ্র ও আশ্বিন এই দুই মাস মিলিয়ে শরৎ। শরতে শিউলি ফুল ফুটে। রাতে শিউলি ফুলের গন্ধ নাকে এসে কি যে ভালো লাগে। এই ঋতুতে সনাতন ধর্মাবলম্বীরা শারদীয়া দুর্গাপূজা করে। এবাড়ি ওবাড়ি গিয়ে মাতিয়ে রাখে। শঙ্খ ধ্বনি করে। এই ঋতুতে রোদের তেজও আছে। বিকেলে শাড়ি পরে অতি কাছের কাউকে নিয়ে ঘুরতে যাওয়াও এই ঋতুর অন্যতম আবহ।
শরতে কাশফুল ফুটে। জঙ্গলে জঙ্গলে, আলপথ ধরে গেলে, সড়কের পাশে সাদা শুভ্র ফুল। কাশফুলের নরম ছোঁয়া আপনার হাত ও তুলতুলে নরম গালকে আবিষ্ট করবে। মুঠোফোনের কল্যাণে ক্লিক করে কত তরুণ তরুনী, সহপাঠী, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, বিয়ের কথাবার্তা হওয়া ছেলে মেয়ে, বাবা মা, নিসর্গপ্রেমীরা। এই ঋতুতে ব্র্যান্ডের শাড়ি দোকানগুলোতে বিকিকিনিও জমে। এখনকার তরুণীরা কাশফুলের আবহে সাদা শাড়ির মধ্যে রং করা শাড়ি কেনে। সাদা ব্লাউজের সঙ্গে মিলিয়ে পরে ঘুরতে যান। ছবি তুলে। ফেসবুকে দেয়। শত শত ফেসবুক বন্ধু লাইক দেয়। কমেন্ট করে। বেশির ভাগই লেখেন,‘ নাইস’সহ আরও কতো ভালোলাগা শব্দ।
শরৎ বর্ষার বৃষ্টিভেজা সৌন্দর্য ও ভোগান্তি দূর করে প্রকৃতিতে নিজেকে মেলে ধরে। এবার বর্ষায় বৃষ্টি হয়েছে বেশি। এরপরেই চলে এলো ভাদ্র মাস। বলা হয়ে থাকে ভাদ্র মাসে তাল পাকে। রোদের তাপে তাল পাকে। এই সময়ে বাড়ি বাড়ি, ঘরে ঘরে তালের পিঠা হয়। তালের ভরা হয়। কাঁঠাল পাতায় তালের পিঠা বানানো হয়। গ্রামীণ বিভিন্ন পাতার ভেতরে তাল, গুড়ি, নারকেল মিশিয়ে পিঠা তাওয়ায় দেওয়া হয়। পোড়ার মিষ্টি গন্ধ ও পিঠার স্বাদে সেইরকম লাগে।
এই ঋতুকে ভালোবাসার ঋতু বলা হয়। মেঘের ওড়াওড়ি, শাদা শাদা মেঘের ছুটে চলা, কাশফুল, নানা প্রজাতির আরও ফুল, ঝিরিঝিরি বাতাস অদ্ভুত ভালো লাগে।
শরৎ বাঙালির জন্য শুভ্রতার বার্তা। পড়ন্ত বিকেলে কুমিল্লার গোমতী নদী থেকে শরতের ছবি অসম্ভব সুন্দর লাগে। শরতের রাতের জোছনাময় আকাশ আরও সুন্দর। কবি সাহিত্যিক ও শিল্পীর চোখে শরতের মোহনীয় রূপ আরও সুন্দর।