আমার শহর ডেস্ক

আরেকটি বড় অর্জন নিজের নামে করে নিলেন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) গোল্ডেন বুট জিতলেন এই মহাতারকা।
ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট বিজয়ী তিনি। ২০২১ সালের পর প্রথম আর্জেন্টাইন হিসেবে এই পুরস্কার জিতলেন মেসি। এর আগে নিউ ইয়র্ক সিটি এফসির হয়ে ভ্যালেন্তিন টাটি ক্যাস্তেলানোস গোল্ডেন বুট জিতেছিলেন।
মেসির গোল্ডেন বুট জয়ের দিনে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। ন্যাশভিল এসসির বিপক্ষে ৫-২ গোলের দাপুটে জয় দিয়ে নিয়মিত মৌসুম শেষ করেছে তারা। এদিন হ্যাটট্রিক করেছেন মেসি, সঙ্গে করেছেন এক অ্যাসিস্ট।
লিগে মায়ামির হয়ে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট নিয়ে নিয়মিত মৌসুম শেষ করলেন মেসি। সবমিলিয়ে ৪৮ গোল অবদানে তার।
২০১৯ সালের লিগে এলএ এফসির হয়ে ৪৯ গোলে অবদান রেখেছিলেন কার্লোস ভেলা।
এবারের লিগে গোলদাতার তালিকায় মেসি আছেন শীর্ষে। ন্যাশভিলের স্যাম সারিজ ও এলএ এফসির ডেনিস বুয়াঙ্গা করেছেন ২৪টি করে গোল।
শেষ ম্যাচে মেসি গড়েছেন আরেকটি রেকর্ড। মেজর লিগ সকার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মাত্র ৫৩ ম্যাচে এই কীর্তি গড়েন মেসি, আগের রেকর্ড ছিল জ্লাতান ইব্রাহিমোভিচের। এই সুইডিশ তারকা ৫৪ ম্যাচে করেছিলেন ৫০ গোল।

আরেকটি বড় অর্জন নিজের নামে করে নিলেন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) গোল্ডেন বুট জিতলেন এই মহাতারকা।
ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট বিজয়ী তিনি। ২০২১ সালের পর প্রথম আর্জেন্টাইন হিসেবে এই পুরস্কার জিতলেন মেসি। এর আগে নিউ ইয়র্ক সিটি এফসির হয়ে ভ্যালেন্তিন টাটি ক্যাস্তেলানোস গোল্ডেন বুট জিতেছিলেন।
মেসির গোল্ডেন বুট জয়ের দিনে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। ন্যাশভিল এসসির বিপক্ষে ৫-২ গোলের দাপুটে জয় দিয়ে নিয়মিত মৌসুম শেষ করেছে তারা। এদিন হ্যাটট্রিক করেছেন মেসি, সঙ্গে করেছেন এক অ্যাসিস্ট।
লিগে মায়ামির হয়ে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট নিয়ে নিয়মিত মৌসুম শেষ করলেন মেসি। সবমিলিয়ে ৪৮ গোল অবদানে তার।
২০১৯ সালের লিগে এলএ এফসির হয়ে ৪৯ গোলে অবদান রেখেছিলেন কার্লোস ভেলা।
এবারের লিগে গোলদাতার তালিকায় মেসি আছেন শীর্ষে। ন্যাশভিলের স্যাম সারিজ ও এলএ এফসির ডেনিস বুয়াঙ্গা করেছেন ২৪টি করে গোল।
শেষ ম্যাচে মেসি গড়েছেন আরেকটি রেকর্ড। মেজর লিগ সকার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মাত্র ৫৩ ম্যাচে এই কীর্তি গড়েন মেসি, আগের রেকর্ড ছিল জ্লাতান ইব্রাহিমোভিচের। এই সুইডিশ তারকা ৫৪ ম্যাচে করেছিলেন ৫০ গোল।

জয় দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর লক্ষ্য নিয়ে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।
১২ দিন আগে
বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান।
১৩ দিন আগে