নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় উদ্বোধন হতে যাচ্ছে ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতাল। ১৭ অক্টেবর সকাল ১০টায় কুমিল্লা নগরের বিষ্ণুপুর এলাকার মুন্সেফ কোয়ার্টারে এ হাসপাতালের উদ্বোধন হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যৌথ উদ্যোগে নির্মিত হাসপাতালটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের (এনএইচএন) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম এ সামাদ, সিরডাপের প্রাক্তন মহাপরিচালক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম এটিএম শামসুল হকের সহধর্মিণী রাবেয়া হক, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, বোর্ড অব অ্যাডভাইজর্সের চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই হাসপাতালটি কুমিল্লা ও আশপাশের জেলাগুলোর সাধারণ মানুষকে বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদান করবে।

কুমিল্লায় উদ্বোধন হতে যাচ্ছে ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতাল। ১৭ অক্টেবর সকাল ১০টায় কুমিল্লা নগরের বিষ্ণুপুর এলাকার মুন্সেফ কোয়ার্টারে এ হাসপাতালের উদ্বোধন হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যৌথ উদ্যোগে নির্মিত হাসপাতালটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের (এনএইচএন) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম এ সামাদ, সিরডাপের প্রাক্তন মহাপরিচালক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম এটিএম শামসুল হকের সহধর্মিণী রাবেয়া হক, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, বোর্ড অব অ্যাডভাইজর্সের চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই হাসপাতালটি কুমিল্লা ও আশপাশের জেলাগুলোর সাধারণ মানুষকে বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদান করবে।