ছুটির দিন রাতেও কুমিল্লা নগরে মহা যানজট

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) বন্ধের দিন রাতেও যানজট। নগরের প্রধান অপ্রধান সড়ক চাপিয়ে গলির সড়কে যানজট। সড়কে কোন ধরনের শৃঙ্খলা নেই। নেই আগের মতো ট্রাফিক ব্যবস্থাপনাও। এতে করে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে সন্ধ্যা পৌনে সাতটায় নগরের জেলখানা সড়কের মুখে, ঝাউতলা মুন হাসপাতাল, কান্দিরপাড়ে তীব্র যানজট। নগরের নজরুল অ্যাভিনিউ, ফরিদা বিদ্যায়তন এলাকায় যানজট। এতে শত শত যানবাহন আটকে আছে। এর বেশির ভাগই মিশুক, ইজিবাইক। কান্দিরপাড়ের জশনে জুলুস অনুষ্ঠানের কারণেও যানবাহন বেড়েছে সড়কে।

কুমিল্লা নগরে যানবাহনের সংখ্যা বেশি। এতে করে রোববার, বৃহস্পতিবার নগরে যানজট বেশি হয়। অন্যান্য দিনও যানজট আছে।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, পুলিশ কম। তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত