কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় গভীর রাতে একটি বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ১০ মিনিটে গোমতী আইল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তের দোকান ও বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি করে একটি পাইপগান, দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, এক বোতল কিং ফিসার বিয়ার, একটি গাঁজার প্যাকেট এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সেনাবাহিনী সদর ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার ২৭ বছর বয়সী যুবক আরিফ হোসেন সদর উপজেলা পাথুরিয়া পাড়া এলাকার জয়নাল আবদীনের ছেলে।

পরবর্তীতে তাকে এবং জব্দ করা অস্ত্র ও মাদকদ্রব্য হস্তান্তর করা হয় কোতয়ালী মডেল থানার ডিউটিরত অফিসার ইনচার্জের কাছে।

আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত