নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা- চাঁদপুরগামী আইদি পরিবহনের রুট পারমিট নেই এমন অভিযোগ এনে পরিবহন ধর্মঘট করছে জেলার বিভিন্ন বাস মালিক সমিতি। আজ বৃহস্পতিবার সকাল থেকে কোন বাস চলছে না। শাসনগাছা, জাঙালিয়া ও চকবাজার বাস টার্মিনাল থেকে কোন বাস ছাড়েনি। যাত্রীরা টার্মিনালে বসে আছেন। কেউ চলে গেছেন বাসায়।
বৃহস্পতিবার সপ্তাহের শেষদিনের অফিস। কর্মজীবীরা এদিন অনেকে বাড়ি যান। পরিবহন ধর্মঘটের কারণে যেতে পারবেন না কেউ কেউ।
কুমিল্লা জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ বলেন, আইদি পরিবহনটি চলার কথা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে। কিন্তু ওরা জাঙালিয়া টার্মিনাল থেকে বাস ছাড়ে। এটার প্রতিবাদে আমরা আজ একদিনের বাস ধর্মঘট ডেকেছি।
এদিকে ঢাকাগামী এশিয়া এয়ারকন,রয়েল, মায়ামী,তিশা , এশিয়া ট্রান্সপোর্ট, এশিয়া লাইনের সব বাস টার্মিনাল ও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।
চাঁদপুর গামী বোগদাদ, নোয়াখালী ও লক্ষীপুরগামী উপকূল, ফেনীগামী যমুনা, চট্রগ্রামগামী সৌদিয়া, তিশা, গ্রামবাংলা, সিলেট গামী রিয়েল কোচ, কুমিল্লা ট্রান্সপোর্ট, বরুড়াগামী বলাকা, দাউদকান্দিগামী পাপিয়া, হোমনা পরিবহন, নবীনগরগামী সুগন্ধাসহ সব বাস বন্ধ।
তবে আইদি পরিবহন কতৃর্পক্ষ বলছে, তারা নিয়ম মেনে বাস চালাচ্ছেন। বোগদাদ বাসকে একচ্ছত্র করতে তারা আমাদের বিরুদ্ধে লেগেছে।
এদিকে গতকাল বুধবার দুপুরে বাস মালিক সমিতির নেতা, পরিবহন মালিক গ্রুপের নেতা কবির আহমেদ, জলিশ আবদুর রব, আবদুল হক, মো তাজুল ইসলাম ও জামিল আহমেদ খন্দকার কুমিল্লা জেলা প্রশাসক মু রেজা হাসানের সঙ্গে দেখা করেন। সেখানে তাঁরা জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেন।
বেলা ১১ টায় সোহানা শারমিন নামের এক যাত্রীর সঙ্গে কথা হয় শাসনগাছায়। তিনি বলেন, বাস না পেয়ে ইজিবাইকে করে আলেখারচর আসি। এরপর তিশা ঢাকা যাই। লোকাল তিশা। ভাড়া ২০০ টাকা।

কুমিল্লা- চাঁদপুরগামী আইদি পরিবহনের রুট পারমিট নেই এমন অভিযোগ এনে পরিবহন ধর্মঘট করছে জেলার বিভিন্ন বাস মালিক সমিতি। আজ বৃহস্পতিবার সকাল থেকে কোন বাস চলছে না। শাসনগাছা, জাঙালিয়া ও চকবাজার বাস টার্মিনাল থেকে কোন বাস ছাড়েনি। যাত্রীরা টার্মিনালে বসে আছেন। কেউ চলে গেছেন বাসায়।
বৃহস্পতিবার সপ্তাহের শেষদিনের অফিস। কর্মজীবীরা এদিন অনেকে বাড়ি যান। পরিবহন ধর্মঘটের কারণে যেতে পারবেন না কেউ কেউ।
কুমিল্লা জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ বলেন, আইদি পরিবহনটি চলার কথা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে। কিন্তু ওরা জাঙালিয়া টার্মিনাল থেকে বাস ছাড়ে। এটার প্রতিবাদে আমরা আজ একদিনের বাস ধর্মঘট ডেকেছি।
এদিকে ঢাকাগামী এশিয়া এয়ারকন,রয়েল, মায়ামী,তিশা , এশিয়া ট্রান্সপোর্ট, এশিয়া লাইনের সব বাস টার্মিনাল ও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।
চাঁদপুর গামী বোগদাদ, নোয়াখালী ও লক্ষীপুরগামী উপকূল, ফেনীগামী যমুনা, চট্রগ্রামগামী সৌদিয়া, তিশা, গ্রামবাংলা, সিলেট গামী রিয়েল কোচ, কুমিল্লা ট্রান্সপোর্ট, বরুড়াগামী বলাকা, দাউদকান্দিগামী পাপিয়া, হোমনা পরিবহন, নবীনগরগামী সুগন্ধাসহ সব বাস বন্ধ।
তবে আইদি পরিবহন কতৃর্পক্ষ বলছে, তারা নিয়ম মেনে বাস চালাচ্ছেন। বোগদাদ বাসকে একচ্ছত্র করতে তারা আমাদের বিরুদ্ধে লেগেছে।
এদিকে গতকাল বুধবার দুপুরে বাস মালিক সমিতির নেতা, পরিবহন মালিক গ্রুপের নেতা কবির আহমেদ, জলিশ আবদুর রব, আবদুল হক, মো তাজুল ইসলাম ও জামিল আহমেদ খন্দকার কুমিল্লা জেলা প্রশাসক মু রেজা হাসানের সঙ্গে দেখা করেন। সেখানে তাঁরা জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেন।
বেলা ১১ টায় সোহানা শারমিন নামের এক যাত্রীর সঙ্গে কথা হয় শাসনগাছায়। তিনি বলেন, বাস না পেয়ে ইজিবাইকে করে আলেখারচর আসি। এরপর তিশা ঢাকা যাই। লোকাল তিশা। ভাড়া ২০০ টাকা।