নিজস্ব প্রতিবেদক
১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন আজ শনিবার বিকেল তিনটায় টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে। দুপুর ১২ টার পর থেকেই নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেছেন। নগরের কান্দিরপাড় পুবালী চত্বর, টাউন হল মাঠের সামনের সড়ক, জিলা স্কুল সড়ক, নিউ মার্কেট, ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে সড়কে অসংখ্য নেতাকর্মী উপস্থিত। মঞ্চের ঘোষণা মঞ্চ থেকে শুরু হয়েছে অতিথিদের নামের তালিকা পড়া।
সম্মেলনে ভার্চুয়্যালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিকেল পাঁচটায় বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উদ্বোধক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বিশেষ অতিথি বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। সঞ্চালক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়। এতে বেগম রাবেয়া চৌধুরী সভাপতি, আমিন উর রশিদ ইয়াছিন সাধারণ সম্পাদক ও মো. মোস্তাক মিয়া সাংগঠনিক সম্পাদক হন। এরপর ২০২২ সালের ৩০ মে আমিন উর রশিদ ইয়াছিনকে আহবায়ক ও জসিম উদ্দিনকে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি হয়। চলতি বছরের ২ ফেব্রুয়ারি জাকারিয়া তাহের সুমনকে আহবায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে প্রথমে পাঁচ সদস্যের কমিটি আহবায়ক কমিটি হয়। পরে আরও ৩৬ জনের নাম অন্তর্ভুক্ত করে ২৪ ফ্রেব্রুয়ারি ৪১ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। এরপর ২৫ ফেব্রুয়ারি প্রথম সাংগঠনিক সভা হয়। কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের ১০ টি উপজেলা, চারটি পৌরসভা, ১০৭ টি ইউনিয়ন , ৯৯৯ টি ওয়ার্ডে সম্মেলন হয়। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি গড়ার লক্ষে আহবায়ক হিসেবে কাজ করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক গঠনতন্ত্র মেনে কাজ করেছি। কুমিল্লার বিএনপির নেতাকর্মী, সমর্থক ও ভোটারেরা ১৬ বছর পর সম্মেলন পাচ্ছেন। দক্ষিণ কুমিল্লার সবকয়টি আসনে বিএনপি জিততে চায়। সেই লক্ষে সক্রিয় নেতৃত্ব করা হবে। গত প্রায় আটমাস ধরে আমরা তৃণমূলে গিয়েছি। এটি আমি একা করিনি, টিমগুলো কাজ করেছে। জেলার আহবায়ক কমিটির সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এই সম্মেলন সফল হবে। তৃণমূলের নেতারা এই সম্মেলনে আসছেন।
১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন আজ শনিবার বিকেল তিনটায় টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে। দুপুর ১২ টার পর থেকেই নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেছেন। নগরের কান্দিরপাড় পুবালী চত্বর, টাউন হল মাঠের সামনের সড়ক, জিলা স্কুল সড়ক, নিউ মার্কেট, ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে সড়কে অসংখ্য নেতাকর্মী উপস্থিত। মঞ্চের ঘোষণা মঞ্চ থেকে শুরু হয়েছে অতিথিদের নামের তালিকা পড়া।
সম্মেলনে ভার্চুয়্যালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিকেল পাঁচটায় বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উদ্বোধক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বিশেষ অতিথি বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। সঞ্চালক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়। এতে বেগম রাবেয়া চৌধুরী সভাপতি, আমিন উর রশিদ ইয়াছিন সাধারণ সম্পাদক ও মো. মোস্তাক মিয়া সাংগঠনিক সম্পাদক হন। এরপর ২০২২ সালের ৩০ মে আমিন উর রশিদ ইয়াছিনকে আহবায়ক ও জসিম উদ্দিনকে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি হয়। চলতি বছরের ২ ফেব্রুয়ারি জাকারিয়া তাহের সুমনকে আহবায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে প্রথমে পাঁচ সদস্যের কমিটি আহবায়ক কমিটি হয়। পরে আরও ৩৬ জনের নাম অন্তর্ভুক্ত করে ২৪ ফ্রেব্রুয়ারি ৪১ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। এরপর ২৫ ফেব্রুয়ারি প্রথম সাংগঠনিক সভা হয়। কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের ১০ টি উপজেলা, চারটি পৌরসভা, ১০৭ টি ইউনিয়ন , ৯৯৯ টি ওয়ার্ডে সম্মেলন হয়। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি গড়ার লক্ষে আহবায়ক হিসেবে কাজ করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক গঠনতন্ত্র মেনে কাজ করেছি। কুমিল্লার বিএনপির নেতাকর্মী, সমর্থক ও ভোটারেরা ১৬ বছর পর সম্মেলন পাচ্ছেন। দক্ষিণ কুমিল্লার সবকয়টি আসনে বিএনপি জিততে চায়। সেই লক্ষে সক্রিয় নেতৃত্ব করা হবে। গত প্রায় আটমাস ধরে আমরা তৃণমূলে গিয়েছি। এটি আমি একা করিনি, টিমগুলো কাজ করেছে। জেলার আহবায়ক কমিটির সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এই সম্মেলন সফল হবে। তৃণমূলের নেতারা এই সম্মেলনে আসছেন।