কুমিল্লায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্য সংকট নিরসনে ওএমএস কার্যক্রম আরও বাড়ানো হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের সব খাদ্যগুদাম সংস্কার করা হবে। কোথাও কোথাও খাদ্যগুদামে পানি ঢুকে। ভবন জরাজীর্ণ। এই অবস্থা পর্যায়ক্রমে দূর করা হবে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কুমিল্লা সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তা ও খাদ্যবিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘বন্যায় বানের পানিতে ক্ষতিগ্রস্ত যেসব এলাকায় খাদ্য ঘাটতি তৈরি হয়েছে, সেখানে অতিরিক্ত ওএমএস কার্যক্রম চালু করার জন্য সরকার ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। দ্রুততম সময়েরমধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সহায়তা পৌঁছানোর চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ‘কুমিল্লা শহরতলির ধর্মপুর এলাকায় সরকারি খাদ্য গুদামে জলাবদ্ধতার কারণে মজুদকৃত খাদ্যদ্রব্য ঝুঁকির মধ্যে আছে। দ্রুততম সময়ের মধ্যে আমরা জলাবদ্ধতা নিরসনে কাজ করব। এজন্য খাদ্য গুদামের অবকাঠামোগত দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ভালো মানের দালান নির্মাণের কাজ হবে।

সভায় কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারসহ প্রশাসন,খাদ্যগুদাম কর্তৃপক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

খাদ্য উপদেষ্টা হওয়ার পর এই প্রথম কুমিল্লায় আনুষ্ঠানিক কোন অনুষ্ঠানে এসেছেন আলী ইমাম মজুমদার। তিনি মন্ত্রীপরিষদ বিভাগের সাবেক সাবেক সচিব ছিলেন। তাঁর বাসা নগরের নানুয়াদিঘির দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত