কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

শিক্ষক পরিষদ নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা দুইটা পর্যন্ত ডিগ্রি শাখার পরীক্ষা ভবনের চারতলার মাল্টিপারপাস কক্ষে অনুষ্ঠিত হবে। এতে সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে ভোট হবে। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইমাম হোসেন জয়ী হন। নারী শিক্ষকদের জন্য সংরক্ষিত যুগ্ম সম্পাদক পদে কেউ প্রার্থী হননি। নির্বাচনে ভোটার ১৬৮ জন।

সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তিনজন। তাঁরা হলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, ব্যবস্থাপনা মো. যুবায়ের মিয়া ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী ড. আলমগীর আলমগীর হোসেন।

যুগ্ম সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক মজুমদার।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক খালেদ হোসেন খান ।

সম্পাদক প্রার্থী ও বর্তমান সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, অসম্পূর্ণ কাজ শেষ করতে প্রার্থী হয়েছি আবার। ইনশাল্লাহ জিতব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত