কুমিল্লা সিটির কর্পোরেশনের এক লাখ ২২ হাজার শিশু কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা সিটি কর্পোরেশনের এক লাখ ২২ হাজার ৫৫ জন শিশু কিশোর পাচ্ছেন টাইফয়েড টিকা।

আজ বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের অতিন্দ্রমোহন রায় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মারিয়া পারভীন।

তিনি জানান, ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস টিকা কার্যক্রম চলমান থাকবে।

প্রথম ১০ (দশ) দিন প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র/ছাত্রী পরবর্তী ০৮(আট) দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশু/কিশোর-কিশোরীদের বিনা মূল্যে ০১ (এক) ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) টিকা প্রদান করা হবে। এবছর ৪৫ টি ইপিআই টিকাদান কেন্দ্রে টিকার লক্ষ্যমাত্রা এক লাখ ২২ হাজার ৫৫ জন। যার মাঝে প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র/ছাত্রী ৮৮ হাজার ৫৫৬জন। পরবর্তী ০৮ (আট) দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশু/কিশোর-কিশোরীদের টিকা প্রদান করা হবে। যা সংখ্যা ৩৩ হাজার ৪৯৯জন। এখন পর্যন্ত ৪২ হাজার ১৯৫ জন টিকার রেজিস্ট্রেশন করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা আবু সায়েম ভূঁইয়া, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার চন্দনা রানীসহ কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত