নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৬( আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রচারণায় চোরাগুপ্তা হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল চারটায় কুমিল্লা নগরের গোয়ালপট্রি ও চকবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই সময়ে মনিরুল হক চৌধুরীর পক্ষের নেতাকর্মীরা ধাওয়া করে করে তাঁদের তাড়িয়ে দেয়। এক পর্যায়ে তাঁরা পালিয়ে যান। এ সময় মনোনয়ন বঞ্চিত নেতার এক কর্মীকে মারধর করা হয়। মনোনয়ন বঞ্চিতদের আকস্মিক হামলায় পথচারি ও ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার জন্য মনিরুল হক চৌধুরী মনোনয়ন বঞ্চিত এক নেতার অনুসারীদের দায়ী করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় মনিরুল হক চৌধুরীকে। এরপর মনোনয়ন বঞ্চিত এক নেতার অনুসারীরা মনোনয়নের দাবিতে কয়েকদিন নানা ধরণের কর্মসূচি করে। আজ সোমবার বিকেলে মনিরুল হক চৌধুরী কুমিল্লা নগরে পদচারণা করবেন বলে আগেই জানানো হয়। মনিরুল হক চৌধুরী গোয়ালপট্রি এলাকায় আসার তিন মিনিট আগে ঋষিপট্রি এলাকার সড়কের ভেতর থেকে স্বেচ্ছাসেবক দলের এক নেতার তিনজন অনুসারী ককটেল নিক্ষেপ করে। এই সময়ে কয়েকটি ইটপাটকেলও নিক্ষেপ করা হয়। এই সময়ে মনিরুল হক চৌধুরীর অনুসারীরা তাঁদের ধাওয়া করেন। এক পর্যায়ে তাঁরা পালিয়ে যান। এ সময় একজনকে মারধর করা হয়।
এই সময়ে ধানের শীষের পক্ষে শোডাউনে থাকা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু ও তাঁর নেতাকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হন। ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীও গোয়ালপট্রি আসেন।
এদিকে এই খবর পেয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ধানের শীষের পক্ষে সড়কে মিছিল করেন। তাঁরা মনিরুল হক চৌধুরীকে ধানের শীষ মার্কায় বিজয়ী করার জন্য ভোটারের কাছে যান। তাঁরা গোয়ালপট্রি এলাকায় যান। মনিরুল হক সাক্কুও সেখানে উপস্থিত হন। তিনি পরে শোভাযাত্রায় যুক্ত হন।
পরে মনিরুল হক চৌধুরী কুমিল্লা নগরের রাজগঞ্জ , মোগলটুলী ও ঈদগাহ এলাকায় সংক্ষিপ্ত কথা বলেন। এরপর শোভাযাত্রা করে পুলিশ লাইন দিয়ে তিনি চলে যান।
মনিরুল হক চৌধুরী বলেন, কারা ধানের শীষের বিপক্ষে এই কাজ করেছে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার মানুষ জানেন। এখনও বলি আসুন ধানের শীষের পক্ষে নামুন। সবাই ধানের শীষের পক্ষে।

কুমিল্লা-৬( আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রচারণায় চোরাগুপ্তা হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল চারটায় কুমিল্লা নগরের গোয়ালপট্রি ও চকবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই সময়ে মনিরুল হক চৌধুরীর পক্ষের নেতাকর্মীরা ধাওয়া করে করে তাঁদের তাড়িয়ে দেয়। এক পর্যায়ে তাঁরা পালিয়ে যান। এ সময় মনোনয়ন বঞ্চিত নেতার এক কর্মীকে মারধর করা হয়। মনোনয়ন বঞ্চিতদের আকস্মিক হামলায় পথচারি ও ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার জন্য মনিরুল হক চৌধুরী মনোনয়ন বঞ্চিত এক নেতার অনুসারীদের দায়ী করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় মনিরুল হক চৌধুরীকে। এরপর মনোনয়ন বঞ্চিত এক নেতার অনুসারীরা মনোনয়নের দাবিতে কয়েকদিন নানা ধরণের কর্মসূচি করে। আজ সোমবার বিকেলে মনিরুল হক চৌধুরী কুমিল্লা নগরে পদচারণা করবেন বলে আগেই জানানো হয়। মনিরুল হক চৌধুরী গোয়ালপট্রি এলাকায় আসার তিন মিনিট আগে ঋষিপট্রি এলাকার সড়কের ভেতর থেকে স্বেচ্ছাসেবক দলের এক নেতার তিনজন অনুসারী ককটেল নিক্ষেপ করে। এই সময়ে কয়েকটি ইটপাটকেলও নিক্ষেপ করা হয়। এই সময়ে মনিরুল হক চৌধুরীর অনুসারীরা তাঁদের ধাওয়া করেন। এক পর্যায়ে তাঁরা পালিয়ে যান। এ সময় একজনকে মারধর করা হয়।
এই সময়ে ধানের শীষের পক্ষে শোডাউনে থাকা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু ও তাঁর নেতাকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হন। ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীও গোয়ালপট্রি আসেন।
এদিকে এই খবর পেয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ধানের শীষের পক্ষে সড়কে মিছিল করেন। তাঁরা মনিরুল হক চৌধুরীকে ধানের শীষ মার্কায় বিজয়ী করার জন্য ভোটারের কাছে যান। তাঁরা গোয়ালপট্রি এলাকায় যান। মনিরুল হক সাক্কুও সেখানে উপস্থিত হন। তিনি পরে শোভাযাত্রায় যুক্ত হন।
পরে মনিরুল হক চৌধুরী কুমিল্লা নগরের রাজগঞ্জ , মোগলটুলী ও ঈদগাহ এলাকায় সংক্ষিপ্ত কথা বলেন। এরপর শোভাযাত্রা করে পুলিশ লাইন দিয়ে তিনি চলে যান।
মনিরুল হক চৌধুরী বলেন, কারা ধানের শীষের বিপক্ষে এই কাজ করেছে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার মানুষ জানেন। এখনও বলি আসুন ধানের শীষের পক্ষে নামুন। সবাই ধানের শীষের পক্ষে।