কুমিল্লা কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন এক পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিন তিনি কারাগারে থেকেই অংশ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের জেলার মো. আব্দুল্ল্যাহেল আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল মামুন। তিনি জেলার বরুড়া উপজেলা পোম্বাইশ গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি বরুড়া উপজেলা আড্ডা কলেজের পরিক্ষার্থী। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(২)/৮(৩) মামলায় কারাভোগ করছেন তিনি।

জেলার আব্দুল্ল্যাহেল আল-আমিন বলেন, পর্নোগ্রাফি মামলার আসামি হয়ে একজন শিক্ষার্থী গত ১৬ জুন থেকে কারাগারে আছেন। আবেদনের প্রেক্ষিতে ও আদালতের নির্দেশে কারাগারেই নির্ধারিত কেন্দ্র থেকে প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করে তার পরীক্ষা নেয়া হচ্ছে। এছাড়া পরীক্ষার পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। তিনি কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত