নিজস্ব প্রতিবেদক

‘আগামী কয়েকদিনের মধ্যে আমাদের প্রিয় নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন ভাই ধানের শীষ প্রতীক নিয়ে কুমিল্লার মাঠে এসে পৌঁছবেন ইনশাল্লাহ। তারেক রহমান কিছুদিনের মধ্যে মনিরুল হক চৌধুরীর মতো কুলাঙ্গার নেতাকে কুমিল্লার মাটি থেকে বিতাড়িত করবে ইনশাল্লাহ।’- কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন গত রোববার মনোনয়ন বঞ্চিত নেতা আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন। এই সময়ে আনোয়ারের সঙ্গে থাকা অন্য কর্মীরা জিগির তুলেন।

আনোয়ারের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর গ্রামের বাড়ি লালমাই উপজেলার কলমিয়া এলাকায় তাৎক্ষণিক তাঁর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। তাঁরা আনোয়ারের বহিস্কার দাবি করেন। এরপর আনোয়ার হোসেন ফেসবুকে ক্ষমা চান। কিন্তু বিষয়টি আমলে নিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল তাঁকে ৪৮ ঘন্টার মধ্যে ঢাকায় সভাপতি সাধারণ সম্পাদকের কাছে লিখিত বক্তব্য নিয়ে হাজির হতে নির্দেশ দেন।
গতকাল সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল- মামুন স্বাক্ষরিত এক কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়, ধারাবাহিকভাবে দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ডের জন্য কেনো আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ উল্লেখ পূর্বক আগামী ৪৮ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের কাছে লিখিত আকারে বক্তব্য দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
জানতে চাইলে অভিযোগ ওঠা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেনকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।
তবে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ আজ মঙ্গলবার দুপুরে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেন।
আনোয়ার হোসেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারী ও ইয়াছিনের শ্যালক স্বেচ্ছাসেবক দল থেকে আজীবনের জন্য বহিস্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সারের রাজনৈতিক সহযোদ্ধা।

‘আগামী কয়েকদিনের মধ্যে আমাদের প্রিয় নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন ভাই ধানের শীষ প্রতীক নিয়ে কুমিল্লার মাঠে এসে পৌঁছবেন ইনশাল্লাহ। তারেক রহমান কিছুদিনের মধ্যে মনিরুল হক চৌধুরীর মতো কুলাঙ্গার নেতাকে কুমিল্লার মাটি থেকে বিতাড়িত করবে ইনশাল্লাহ।’- কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন গত রোববার মনোনয়ন বঞ্চিত নেতা আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন। এই সময়ে আনোয়ারের সঙ্গে থাকা অন্য কর্মীরা জিগির তুলেন।

আনোয়ারের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর গ্রামের বাড়ি লালমাই উপজেলার কলমিয়া এলাকায় তাৎক্ষণিক তাঁর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। তাঁরা আনোয়ারের বহিস্কার দাবি করেন। এরপর আনোয়ার হোসেন ফেসবুকে ক্ষমা চান। কিন্তু বিষয়টি আমলে নিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল তাঁকে ৪৮ ঘন্টার মধ্যে ঢাকায় সভাপতি সাধারণ সম্পাদকের কাছে লিখিত বক্তব্য নিয়ে হাজির হতে নির্দেশ দেন।
গতকাল সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল- মামুন স্বাক্ষরিত এক কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়, ধারাবাহিকভাবে দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ডের জন্য কেনো আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ উল্লেখ পূর্বক আগামী ৪৮ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের কাছে লিখিত আকারে বক্তব্য দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
জানতে চাইলে অভিযোগ ওঠা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেনকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।
তবে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ আজ মঙ্গলবার দুপুরে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেন।
আনোয়ার হোসেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারী ও ইয়াছিনের শ্যালক স্বেচ্ছাসেবক দল থেকে আজীবনের জন্য বহিস্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সারের রাজনৈতিক সহযোদ্ধা।