কুমিল্লার গোমতী নদীতে বালু উত্তোলনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার গোমতী নদীতে বালু উত্তোলনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় গতকাল বুধবার এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

জরিমানা করা হয় গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল এন্ড রাশেদুজ্জামান পিটার কোংয়ের সাইট ইঞ্জিনিয়ার ওহিদুল ইসলামকে।

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্ট এলজিইডি নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান গোলাবাড়ি ব্রিজ নির্মাণ করার ফাঁকে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন। যা সম্পূর্ণ অনিয়ম ও অবৈধ।

এ ঘটনার প্রেক্ষিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদন্ড অর্থাৎ উভয় দন্ডে দন্ডিত করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত