দিয়ার ১৮তম বার্ষিক সাধারণ সভা

টেকসই উন্নয়নে চলার পথে সমগ্র বাংলাদেশে আলো ছড়াবে দিয়া

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

সময়টা ছিল ২০০৮ সালের ১৭ জুন। কুমিল্লার বরুড়া উপজেলার রামমোহন বাজারে ছোট্র পরিসরে যাত্রা শুরু করে বেসরকারি উন্নয়ন সংস্থা দিয়া- ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ ফর হিউম্যান অ্যাডভান্সমেন্ট। হাঁটি হাঁটি পা পা করে ১৭ বছর পেরিয়ে ১৮ তে দিয়া। আজ শুক্রবার বেলা ১১ টায় এই সংস্থার ১৮তম বার্ষিক সাধারণ সভা হয় কুমিল্লা শহরতলির শহীদ মুক্তিযোদ্ধা হাবিুবুর রহমান সড়কের একে ভবনে।

দিয়ার সভাপতি অধ্যাপক মো. ইউনুছের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর কুমিল্লা জেলার উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিয়ার নির্বাহী পরিচালক ও কার্যকরি কমিটির সেক্রেটারী মোহাম্মদ আবুল কাশেম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিয়ার সহসভাপতি মো. আবদুল আলীম ভূঁইয়া, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, নির্বাহী সদস্য তানজিনা ইয়াসমিন তন্নী, স্বর্ণালী আক্তার ও মো. সহিদুল ইসলাম।

দিয়ার নির্বাহী পরিচালক ও কার্যকরি কমিটির সেক্রেটারী মোহাম্মদ আবুল কাশেম বলেন, দিয়া নিবন্ধিত সংগঠন। এটি সমাজসেবা অধিদপ্তর, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, যুব উন্নয়ন অধিদপ্তর, এনজিও ব্যুরো ও জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস কর্তৃক নিবন্ধিত। শিক্ষা, স্বাস্থ্য, পানি, বনায়ন ও মাদক বিরোধী সামাজিক কাজ করে দিয়া। প্রতিবন্ধীদের নিয়েও কাজ করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত