নিজস্ব প্রতিবেদক

বিজয়ী দশমী আজ। দুর্গাপূজার শেষ দিন। এই দিনে দূর্গা ও তাঁর সন্তানদের মূর্তিগুলি মন্দির থেকে নিয়ে নদীতে, পুকুরে ও দিঘিতে ফেলা হয়। ট্রাক শোভাযাত্রা করে মূর্তি নেওয়া হয়।
শারদীয় দুর্গোৎসবের পঞ্চম দিনে বিজয়া দশমী পালন করা হবে। এই দিনে প্রচুর পরিমাণে খাবার বিতরণ করা হয়। এই দিনে সবাই জড়ো হন। দুর্গাপূজার শেষদিনে বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বীরা মণ্ডপে যান। এই দিন মায়ের বিদায়বেলা। বিজয়া দশমী উপলক্ষে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্ড আদান প্রদান করা হয়। এতে অশুভ শক্তির বিনাশ হোক - এই কামনা করা হয়। মান অভিমান ভুলে আশার আলো জ্বালাতে চায় সবাই। এই দিনে মিষ্টিমুখ, আমিষ খাবারও তৈরি করেন কেউ কেউ। শহর জুড়ে পুজোর আলো বন্ধ হবে আজ।
দশমীতে স্বামীর বাড়ি ( কৈলাসে) ফিরে যাবেন দেবী দুর্গা।
এদিকে গতকাল মহানবমীতে মহাআরতি হয়। এইদিন বিভিন্ন মন্দিরে পাঠা বলিদান করা হয়। অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ হয়েছে। ১০৮টি নীলপদ্ম নিয়ে দেবীদুর্গাও পূজা হয়। মন্দিরে, মণ্ডপে প্রার্থনা হয়। নগরের কান্দিরপাড় কাত্যায়নী কালীবাড়ি পূজামণ্ডপে গতকাল বিভিন্ন বয়সী নারী পুরুষদেও অঞ্জলি নিতে দেখা গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন।

বিজয়ী দশমী আজ। দুর্গাপূজার শেষ দিন। এই দিনে দূর্গা ও তাঁর সন্তানদের মূর্তিগুলি মন্দির থেকে নিয়ে নদীতে, পুকুরে ও দিঘিতে ফেলা হয়। ট্রাক শোভাযাত্রা করে মূর্তি নেওয়া হয়।
শারদীয় দুর্গোৎসবের পঞ্চম দিনে বিজয়া দশমী পালন করা হবে। এই দিনে প্রচুর পরিমাণে খাবার বিতরণ করা হয়। এই দিনে সবাই জড়ো হন। দুর্গাপূজার শেষদিনে বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বীরা মণ্ডপে যান। এই দিন মায়ের বিদায়বেলা। বিজয়া দশমী উপলক্ষে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্ড আদান প্রদান করা হয়। এতে অশুভ শক্তির বিনাশ হোক - এই কামনা করা হয়। মান অভিমান ভুলে আশার আলো জ্বালাতে চায় সবাই। এই দিনে মিষ্টিমুখ, আমিষ খাবারও তৈরি করেন কেউ কেউ। শহর জুড়ে পুজোর আলো বন্ধ হবে আজ।
দশমীতে স্বামীর বাড়ি ( কৈলাসে) ফিরে যাবেন দেবী দুর্গা।
এদিকে গতকাল মহানবমীতে মহাআরতি হয়। এইদিন বিভিন্ন মন্দিরে পাঠা বলিদান করা হয়। অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ হয়েছে। ১০৮টি নীলপদ্ম নিয়ে দেবীদুর্গাও পূজা হয়। মন্দিরে, মণ্ডপে প্রার্থনা হয়। নগরের কান্দিরপাড় কাত্যায়নী কালীবাড়ি পূজামণ্ডপে গতকাল বিভিন্ন বয়সী নারী পুরুষদেও অঞ্জলি নিতে দেখা গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন।