কুমিল্লায় নানা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক

আজ মঙ্গলবার বিশ্ব প্রবীণ দিবস। এই উপলক্ষে কুমিল্লায় নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা সমাজ সেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘ। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় একটি শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রে মিলিত হবে। এরপর সকাল ১০টা ৫ মিনিটে সেখানে আলোচনা সভা শুরু হবে। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আখন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সমাজ সেবা অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী এবং হার্ট কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও প্রবীণ হিতৈষী সংঘের দাতা সদস্য অধ্যাপক ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ।
দিবসটির প্রতিপাদ্য, ‘একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে।’

আজ মঙ্গলবার বিশ্ব প্রবীণ দিবস। এই উপলক্ষে কুমিল্লায় নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা সমাজ সেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘ। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় একটি শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রে মিলিত হবে। এরপর সকাল ১০টা ৫ মিনিটে সেখানে আলোচনা সভা শুরু হবে। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আখন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সমাজ সেবা অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী এবং হার্ট কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও প্রবীণ হিতৈষী সংঘের দাতা সদস্য অধ্যাপক ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ।
দিবসটির প্রতিপাদ্য, ‘একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে।’