বাংলাদেশে শিক্ষকতা পেশার চেয়ে বড় পেশা নেই: ডা.মোসলেহ উদ্দিন আহমেদ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সম্মাননা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৭: ২৭
Thumbnail image

শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি এ শ্লোগান নিয়ে আজ রোববার বিকেলে কুমিল্লা গণিত ক্লাবের উদ্যােগে শিক্ষক সম্মাননা দেওয়া হয়। নগরের নজরুল অ্যাভিনিউ আমার শহর দপ্তরে ওই অনুষ্ঠান হয়। এতে পাঁচ গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।

কুমিল্লা গণিত ক্লাবের উপদেষ্টা ও কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা মোসলেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে ওই সভা হয়।

এতে ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে শিক্ষকতা পেশার চেয়ে বড় পেশা নেই। এই পেশা থেকে সবাই নিতে আসে। শিক্ষকেরা কেবল দিয়েই যান। শিক্ষা কিন্তু ফরজ সবার জন্য। কিন্তু শিক্ষকেরা ঐক্যবদ্ধ হলে আজকে মব হতো না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান ও কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক উপ পরীক্ষা নিয়ন্ত্রক ( মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা গণিত ক্লাবের সমন্বয়ক গাজীউল হক সোহাগ। ধন্যবাদ জ্ঞাপন করেন গণিতের প্রভাষক তৈয়বুর রহমান সোহেল।

সম্মাননাপ্রাপ্ত শিক্ষকেরা হলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো আবুল বাসার ভূঁঞা, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ মোসাম্মাৎ নার্গিস আক্তার, মুদাফরগঞ্জ আলী নওয়াব হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান মজুমদার, কুমিল্লা মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষক এ কে এম আক্তার হােসেন।

আজীবন শিক্ষক সম্মাননা পেয়েছেন মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম। তাঁকে ক্রেস্ট ও পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়।

অধ্যক্ষ মো আবুল বাসার শিক্ষককে অপমানের মধ্যে কোন ধরনের গৌরব নেই। যাঁরা এই কাজগুলো করে, মনে রাখতে হবে এটা অত্যন্ত ঘৃণিত কাজ। আমি যদি অন্যায়ের সঙ্গে আপোস করতাম তাহলে শিক্ষকের মেরুদণ্ড ভেঙে পড়তো। শিক্ষককে মেরুদণ্ড দাঁড় করিয়ে থাকতে হবে। শিক্ষকেরা দলবাজি করলে তিনি আর শিক্ষক থাকেন না।

আরও বক্তব্য রাখেন কুমিল্লা মডার্ন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ( প্রভাতী) মো আবুল কাশেম।

এ নিয়ে টানা ১৯ বছর কুমিল্লা গণিত ক্লাব শিক্ষক সম্মাননার আয়োজন করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত