২০০১-২০০৬ সালের ছয় এমপি এবারও বিএনপির মনোনয়ন পেয়েছেন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা জেলার ১১ টি সংসদীয় আসনের মধ্যে নয়টি আসনে বিএনপি দলীয় প্রার্থী দিয়েছে। এর মধ্যে ছয়টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে যাঁরা ২০০১-২০০৬ সালে এমপি ছিলেন। সোমবার তাঁদের নাম প্রার্থী হিসেবে সংশ্লিষ্ট আসনে ঘোষণা করা হয়।

তাঁরা হলেন কুমিল্লা-১ ( দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য , সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা -৩( মুরাদনগর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। কুমিল্লা -৪( দেবীদ্বার) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সী। কুমিল্লা-৬( আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস) আসনের বর্তমান বিএনপি প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। মনিরুল বিলুপ্ত কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। কুমিল্লা-৮( বরুড়া) আসনে ২০০১ সালের ১ অক্টোবর সংসদ সদস্য হয়েছিলেন এ কে এম আবু তাহের। ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর এ কে এম আবু তাহের মারা যান। ২০০৪ সালের ডিসেম্বরে উপনির্বাচনে জাকারিয়া তাহের সুমন সংসদ সদস্য হন। সুমন বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। কুমিল্লা-১০ ( নাঙ্গলকোট ও লালমাই) আসনে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল গফুর ভূঁইয়া। তখন নাঙ্গলকোট কুমিল্লা-১১ আসনে ছিল। ওই সময়ে গফুর ভূঁইয়া এমপি ছিলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন, কুমিল্লা বিএনপির দুর্গ। তাঁরা ভোটের রাজনীতিতে এগিয়ে আছেন। এজন্য দল তাঁদের মনোনয়ন দিয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত