কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হোন্ডা র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক বিশাল হোন্ডা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় পদুয়ার বাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে সুয়াগাজী হয়ে আলেখারচর বিশ্বরোড প্রদক্ষিণ করে পুনরায় পদুয়ার বাজার বিশ্বরোডে র‌্যালিটি শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক টিপু চৌধুরী, ফখরুল ইসলাম মিঠুসহ সংগঠনের নেতৃবৃন্দ। এতে কয়েক হাজার মোটরসাইকেল অংশ নেয়, যা মহাসড়কে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বক্তারা বলেন, ‘কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য প্রশাসনিক সব সুযোগ-সুবিধা ও কাঠামো প্রস্তুত রয়েছে। তাই আর দেরি না করে অবিলম্বে কুমিল্লাকে নতুন বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।’

তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হোক।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা ‘আমরা চাই কুমিল্লা বিভাগ’ শ্লোগানে সারা মহাসড়ক মুখরিত করে তোলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত