দেবীদ্বারে বজ্রপাতে নিহত ১, আহত ৩

দেবীদ্বার প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২১: ৪৫
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলেয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় সাথে থাকা একই পরিবারের আরো তিনজন আহত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার রাজামেহার ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের এক ফসলি জমির মাঠে ঘটনাটি ঘটে।

নিহত আলেয়া বেগম ওই গ্রামের হাসেম মেম্বার বাড়ির মো. নজরুল ইসলামের স্ত্রী। এসময় নজরুল ইসলাম এবং তার জমজ দুই ছেলে মো. নাজিম ও আল-আমিন বজ্রপাতে আহত হয়।

স্থানীয়রা জানায়, নজরুল ইসলাম তার পরিবারের লোকদের নিয়ে ফসলি জমিতে ধান কেটে মাড়াই করার সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী আলেয়া বেগম মারা যায়। এসময় নজরুল ইসলাম এবং তার জমজ দুই ছেলে নাজিম ও আল আমিন বজ্রপাতের আঘাতে ছিটকে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মো. ইলিয়াছ জানান, এ বিষয়ে আমি জেনেছি। তবে বিস্তারিত বলা যাচ্ছেনা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত