কুমিল্লায় ৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা নগরে আওয়ামী লীগের ৪০ সেকেন্ডর ঝটিকা মিছিলে অংশগ্রহণ করায় ১২ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদেরকে আজ শুক্রবার কুমিল্লা আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরণ করা হয়েছে। কুমিল্লা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাইনি। পরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছি।

গ্রেপ্তারকৃতরা কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা হলেন- আকরাম হোসেন রকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০ ), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান প্রকাশ বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী মামলার ঘটনায় জড়িত পলাতক ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার সকালে দুইটি সিএনজি অটোরিকশা যোগে থেকে ১২ জন সদস্য গোপনে নগরের ঈদগাহ মাঠের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড গলিতে ও পার্কের সামনে আসে। এ সময় তাঁরা জয় বাংলা স্লোগান দিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে। সেই মিছিলের ভিডিও অনলাইনে আপলোড করে। পরে অটোরিকশা যোগে পালিয়ে যায়। এ মিছিল সংশ্লিষ্ট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত