কুমিল্লা- ৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর সঙ্গে তাঁর বাড়িতে দেখা করেছেন কুসিকের সাবেক মেয়র সাক্কু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি ওয়াসিম ও মহানগর সভাপতি আবু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা- ৬ ( আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরীর সঙ্গে তাঁর বাড়িতে দেখা করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো মনিরুল হক সাক্কু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু।

গতকাল রাত ১১ টা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত তাঁরা পৃথকভাবে দেখা করেন।

তাঁরা দলের প্রার্থী ধানের শীষ প্রতীকের মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, মনিরুল হক চৌধুরী বিএনপির মনোনয়ন পান গত সোমবার। এরপর আজ তিনি ঢাকা থেকে কুমিল্লায় নিজ বাড়িতে মোটর শোভাযাত্রা সহকারে ছাদ খোলা গাড়িতে করে বাড়িতে আসেন।

জানতে চাইলে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, মনির ভাই যোগ্য প্রার্থী। তাঁকে আমরা বিজয়ী করবো।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ধানের শীষ যাঁর আমরা তাঁর। দলের প্রার্থীর পক্ষে আমরা।

মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থীর পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত