নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে। এজন্য ৩০ অক্টোবরের মধ্যে ক্লাবে নাম নিবন্ধন করতে হবে। একজন ক্লাব সদস্য সর্বোচ্চ ছয়টি খেলায় নাম নিবন্ধন করতে পারবেন। ছয়টির বেশি খেলায় নাম লিখলে নিবন্ধন বাতিল হবে।
গতকাল সোমবার রাতে ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জহিরুল হক জেন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
এ বছর বিলিয়ার্ডস, স্লুকার একক ও দ্বৈত, সিক্স রেড স্নুকার, স্লস, ব্রিজ কন্ট্রাক্ট, ব্রিজ অকশান, কার্ড গেইম, দাবা, ব্যাডমিন্টন এক ও দ্বৈত ( ৫০ বছরের ওপরে একদল, নিচে আরেক দল) টেবিল টেনিস একক ও দ্বৈত, কেরাম একক ও দ্বৈত। ১১ ধরনের খেলা হচ্ছে এ বছর। প্রতিবছর এ খেলা হয়ে থাকে।

কুমিল্লা ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে। এজন্য ৩০ অক্টোবরের মধ্যে ক্লাবে নাম নিবন্ধন করতে হবে। একজন ক্লাব সদস্য সর্বোচ্চ ছয়টি খেলায় নাম নিবন্ধন করতে পারবেন। ছয়টির বেশি খেলায় নাম লিখলে নিবন্ধন বাতিল হবে।
গতকাল সোমবার রাতে ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জহিরুল হক জেন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
এ বছর বিলিয়ার্ডস, স্লুকার একক ও দ্বৈত, সিক্স রেড স্নুকার, স্লস, ব্রিজ কন্ট্রাক্ট, ব্রিজ অকশান, কার্ড গেইম, দাবা, ব্যাডমিন্টন এক ও দ্বৈত ( ৫০ বছরের ওপরে একদল, নিচে আরেক দল) টেবিল টেনিস একক ও দ্বৈত, কেরাম একক ও দ্বৈত। ১১ ধরনের খেলা হচ্ছে এ বছর। প্রতিবছর এ খেলা হয়ে থাকে।