জেলা ও মহানগর বিএনপির জাতীয় সংহতি ও বিপ্লব দিবস

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বিপ্লবের অতন্দ্র প্রহরী। তিনি একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। যুদ্ধের চার বছরের মধ্যে দেশকে রক্ষার জন্য আবারও তিনি সংগ্রামী ভূমিকা রাখেন। সেইদিন জাতিকে মুক্ত করা হয়। সিপাহী জনতা সবাই জিয়াউর রহমানের পক্ষে দাঁড়ান। জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি অভুত্থানের পর স্বনির্ভর বাংলাদেশ গড়েন। তাঁর অসীম সাহস ছিল। তাঁর প্রতিষ্ঠা করা বিএনপি এখন দেশের নাম্বার ওয়ান দল।

আজ শুক্রবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যােগে আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নগরের কান্দিরপাড় প্ল্যানেট এস আর শপিংমলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই সভা হয়।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে ওই সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো সেলিম ভূঁইয়া।

প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠিক সম্পাদক মো মোস্তাক মিয়া।

বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার বিএনপি নেতা আমিরুজ্জামান, নজরুল ইসলাম ও কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সাকিনা বেগম ও ইয়াসমিন রূপালী।

অধ্যক্ষ মো সেলিম ভূঁইয়া বলেন, জিয়ার বিপ্লব বাংলাদেশকে রক্ষা করেছে। জিয়াউর রহমান ও জিয়া পরিবারের ভূমিকা জাতি আজন্ম মনে রাখবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত