কুমিল্লায় শচীন মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

‘মর্ত্যরে রাজ্য ছেড়ে সুরের সাম্রাজ্যে’ এ শ্লোগান নিয়ে উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী শচীন মেলা। কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকায় শচীন কর্তার পৈতৃক বাড়িতে ওই মেলা হচ্ছে।

বিকেল চারটায় কুমিল্লা ইউসুফ হাইস্কুল মাঠ থেকে জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নানুয়াদিঘিরপাড়, শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চবিদ্যালয়, জাহান আরা কুটির শিল্প, নবাব বাড়ি এলাকা পার হয়ে শচীনকর্তার বাড়িতে গিয়ে শেষ হয়। এরপর বিকেল সোয়া চারটায় শচীন কর্তার বাড়িতে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,‘ প্রতি বছর এই বাড়িতে মেলা হচ্ছে। এটি কুমিল্লাবাসীর আবেগের জায়গা। আমরা বাড়িটি ঘিরে জাদুঘর করব।’

আগামীকাল শুক্রবার ওই মেলা শেষ হবে। ২০১৮ সাল থেকে প্রতিবছর কুমিল্লায় শচীন মেলা হয়ে আসছে।

বিকেল সাড়ে চারটায় শচীনকর্তার বাড়িতে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আমিন ও কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান। আলোচক ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক লেখক ও অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান।

সন্ধ্যায় মাহতাব সোহেল ও সুলতানা পারভীন দিপালীর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল জেলা শিল্পকলা একাডেমি, সুরছন্দ,সূর্যশিখা, নৃত্যম ললিততলা একাডেমি, অভয়চরণ নৃত্যাঙ্গম, কামাল খান, ওমর ফারুক, রাবেয়া, ইয়াসিন সামি, তানিশা ভুঞা, রাসেল দেওয়ান, বাবুল বিশ্বাস ও ইশরাত স্মৃতি। যন্ত্রশিল্পী হিসেবে থাকছেন ভূষণ সূত্রধর, অম্লান দত্ত, পলাশ, মনির, মোস্তফা ও রুবেল।

আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহ আলম। বিশেষ অতিথি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা ও জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশীর আহমেদ। আলোচক থাকবেন ইতিহাসবিদ গোলাম ফারুক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান ভূঁইয়া। সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

সমাপনী দিনে অনুষ্ঠান সঞ্চালনা করবেন মো. নাছির ও শাকিলা জামান। সাংস্কৃতিক পরিবেশনায় থাকছে কবি নজরুল ইনষ্টিটিউট কেন্দ্র, জেলা শিল্পকলা একাডেমি, যাত্রী, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নটরাজ নৃত্যাঙ্গন, শিউলি রায়, খোরশেদ আলম, কমল চন্দ্র দাস, ফাহমিদা বাঁধন, একরামুল হক, ওয়াসিম আহমেদ, সেঁউতি সাহা সৃজা ও ইশতিয়াক আহমেদ পল্লব। মিউজিশিয়ান হিসেবে থাকছেন রবিন, অভি, পাপ্পু, তন্ময়, রুবেল ও রাব্বী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত