বিভাগ আন্দোলন করে ফেরার পথে নোয়াখালীর বাস আটকে দিল কুমিল্লার জনতা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

রাজধানীতে নোয়াখালী বিভাগ চেয়ে আন্দোলন করে ফেরার পথে আন্দোলনকারীদের বাস আটকে দিয়েছে কুমিল্লার স্থানীয় জনতা। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নোয়াখালী বিভাগ চেয়ে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ফিরছিলেন নোয়াখালীর আন্দোলনকারীরা। এ সময় পদুয়ার বাজার এলাকায় আসলে স্বাধীন বাংলা নামের বাসটি আটকে দেয় স্থানীয় জনতা। এ সময় পর পর ছেড়ে আসা আন্দোলনকারীদের বহন করা কয়েকটি বাস যানজটে আটকা পড়ে। তাৎক্ষণিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এভাবে প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে রাখা হয় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক। এতে যানজট ছড়িয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা শহরমুখী সড়কে। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের নিবৃত্ত করে সড়ক থেকে সরিয়ে নেন। তবে রাত ৮টা পর্যন্ত প্রত্যেক সড়কে যানজট ছিল।

রাতে লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বলেন, এখনও যানজট আছে। আমরা যানজট নিরসনে কাজ করছি। আন্দোলনকারীদের বহন করা বাসটি ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় জনতাকে নিবৃত্ত করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত