ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

২৯ মে বৃহস্পতিবার ঘূর্ণিঝড় "শক্তি"র প্রভাবে ভোর রাত থেকে বরুড়া উপজেলায় শুরু হয় বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত হলেও ২৯ মে শুক্রবার রাত ১২টা থেকে বৃষ্টি বন্ধ হলেও ১টার পর পুনরায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় বরুড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চারটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরুড়া জোনাল অফিসের ডিজিএম রীশু কুমার ঘোষ।

তিনি জানান, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৪০-৫ সাইজের এসপিসি তিনটি খুঁটি ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়েছিল। সকালে সেগুলোকে সরিয়ে রাস্তা সচল করা হয়েছে। পুরো সংযোগ মেরামত করতে শুক্রবার বিকাল পর্যন্ত সময় লাগতে পারে। ঝোড়ো বাতাসে এসব খুঁটি উপড়ে পড়েছে। সেখানকার একটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সকালেই ঠিকাদারকে খবর দিয়েছি তারা এসে পুরো লাইন মেরামত করবে। এখনও ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, খুঁটিগুলো ভেঙে পড়ায় বরুড়া উপজেলার অধিকাংশ এলাকা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এ ছাড়া উপজেলার শুশুন্ডা এলাকা সহ কয়েকটি গ্রামে বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ পড়ে খুঁটি ভেঙে পড়েছে এবং বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার থেকে পল্লী বিদ্যুতের কর্মীরা আলোর ফেরিওয়ালা হয়ে প্রত্যন্ত এলাকা য় ঘুরে ঘুরে গাছের ডালপালা কেটে বিদ্যুতের লাইন সচল করতে কাজ করে যাচ্ছে।

বরুড়া সদর এলাকা সহ বিভিন্ন এলাকায় মধ্যরাত থেকে বিদ্যুৎ নেই। কয়েকটি খুঁটি উপড়ে পড়ায় মোবাইল টাওয়ারগুলোর নেটওয়ার্কিংয়ে সমস্যা হচ্ছে। তাই এই এলাকাগুলোর বেশিরভাগ মানুষের মোবাইলে চার্জ না থাকায় বন্ধ হয়ে গেছে।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন ঘূর্ণিঝড়ের প্রভাবে বরুড়া উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে সংযোগ চালু করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত