সড়ক নিরাপদ করতে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২১ জুন ২০২৫, ২৩: ৪১
Thumbnail image

সড়কের পাশের কয়েকফুট এলাকায় গজিয়েছে ঘাস ও বিভিন্ন আগাছা জাতীয় গাছ। তাই সড়ক দিয়ে স্কুলগামী শিক্ষার্থী সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে হাঁটতে হয়। আর ঘন জঙ্গলের কারণে রাতের অন্ধকারে তৈরি হয় ডাকাতির ঝুঁকি। তাই দুর্ঘটনা এড়াতে ও ডাকাতি প্রতিরোধে সড়কের এসব স্থান পরিচ্ছন্নতা কার্যক্রম করেছে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও হাইওয়ে পুলিশ।

জানা গেছে, শনিবার দিনব্যাপী এ কার্যক্রম করে কুমিল্লাগচাঁদপুর আঞ্চলিক সড়কের বরুড়ার নলুয়া চাঁদপুর এলাকায়। এতে যৌথভাবে সহযোগিতা করে হাইওয়ে কুমিল্লা রিজিওনের লাকসাম হাইওয়ে ক্রসিং থানার সদস্যরা ও নলুয়া চাঁদপুর যুব ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। পরিচ্ছন্নতা অভিযানে সড়কের প্রায় এক কিলোমিটার এলাকাকে সাধারণ পথচারীদের চলাচলের উপযোগী করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর, নলুয়া চাঁদপুর যুব ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আক্তার হোসেন রুবেল, সদস্য চাঁদ মিয়া, ছবির হোসেন, মানিক মিয়াসহ সংগঠনের সদস্যরা। এসময় লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশ সদস্যরাও যোগদান করে।

সংগঠনের সাধারণ সম্পাদক আক্তার হোসেন রুবেল বলেন, হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে আমরা পরিচ্ছন্নতা অভিযান করেছি। আমাদের সদস্যরা একাগ্রচিত্তে পুরো এলাকাটি পরিচ্ছন্ন করেছে। আমরা পরিচ্ছন্নতা অভিযানের পর এলাকায় সচেতনতামূলক প্রচারণাও করেছি। এই কাজে সহযোগিতার জন্য হাইওয়ে পুলিশকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বলেন, এই এলাকাটি রাত হলেই অন্ধকার হয়ে পড়ে। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান করেছি। এতে এই এলাকাটিতে অপরাধের প্রবনতা কমবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত