বরুড়ায় বজ্রপাতে নিহত দুই ছাত্রের পরিবারকে সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার বরুড়ায় বজ্রপাতে নিহত দুই ছাত্রের পরিবারকে সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। দুপুরে নিহতের পর সন্ধ্যায় তাদের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং।

এর আগে সোমবার দুপুরে খোশবাস উত্তর ইউনিয়নের পয়েলগুচ্ছ গ্রামে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়। তারা উভয়েই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। তারা হলেন, পয়ালগাছা গ্রামের প্রয়াত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন(১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুইছাত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বরুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, নিহত দুইজনের প্রত্যেকের পরিবারকে পঁচিশ হাজার টাকা করে ৫০ হাজার টাকা এবং আহত একজনের চিকিৎসার জন্য সাড়ে সাত হাজার টাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত