বরুড়ায় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশ গ্রহণে সুযোগ না রাখায় মানববন্ধন অনুষ্ঠিত

বরুড়া প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১০: ১২
Thumbnail image

কুমিল্লার বরুড়ায় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই।

প্রাথমিক বৃত্তিতে বৈষম্য কেন? শিক্ষা একটি অধিকার অনুগ্রহ নয়, এ প্রতিপাদ্যের আলোকে ২১ জুলাই সোমবার বরুড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বরুড়া উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচীটি বরুড়া উপজেলার হরিপুর দারুস সালাম কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বরুড়া মর্ডান কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা তরুণ কুমার আচার্য, আমড়াতলী শাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম মজুমদার, মহেশপুর এস এ হামিদ কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মোঃ আজাদ হোসেন, সানরাইজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন, নোয়াপাড়া শিশু বিকাশ কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা মাহফুজুল হক, বরুড়া অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক মোঃ নাছিম আলম মজুমদার, অশ্বদিয়া মডেল একাডেমির অধ্যক্ষ মোঃ আমির হোসেন, শশাইয়া শফিউদ্দিন কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ওয়াহিদুল ইসলাম, বরুড়া আল আকসা  ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ জহিরুল ইসলাম, বড় হরিপুর আল আরাফা কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা মোঃ মামুনুল আহসান, সরাপতি হাজী আবদুল মমিন একাডেমি প্রতিষ্ঠাতা পলাশ ভৌমিক,

বক্তারা তাদের বক্তব্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার জন্য সরকারের নিকট দাবী জানানো হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত