বরুড়ার ঝলমে ২০ শয্যা বিশিষ্ট হসপিটালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন সিভিল সার্জন

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নে প্রস্তাবিত ২০ শয্যা বিশিষ্ট হসপিটালের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ।

গত সোমবার বিকেলে ঝলম বাজার সংলগ্ন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে বহু আগেই বরাদ্দকৃত প্রায় ৭৬ শতক জমি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, ঝলম ইউনাইটেড ক্লাবের আহ্বায়ক নিজামুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঝলম ইউনাইটেড ক্লাবের আহ্বায়ক নিজামুল হক বলেন, এই হাসপাতালটি নির্মিত হলে ঝলম ও আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ চিকিৎসা সেবা পাবে। পাকিস্তান আমল থেকেই এ জমি সরকারি স্বাস্থ্য খাতে বরাদ্দ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুর রহমান জানান, বর্তমানে একই স্থানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং ইউনিয়ন সাব-সেন্টারের কার্যক্রম চলছে। আমরা সম্ভাব্যতা যাচাই করেছি। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।

সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, জায়গাটি হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত মনে হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে এখানে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া যেতে পারে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত