বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নাজমুল হোসেন মজুমদার গ্রেপ্তার

বরুড়া প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৩: ৫০
Thumbnail image

অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কুমিল্লার বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নাজমুল হোসেন মজুমদারকে (৪০) গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ।

আজ মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক দুপুরে আমার শহরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমুল বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের পেরপেটি গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা। তিনি ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা ও ছোটতুলাগাঁও উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সাবেক সহকারী শিক্ষক প্রয়াত মোবারক হোসেন মজুমদারের ছোট ছেলে।

নাজমুল কুমিল্লা-৮( বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুলের ঘনিষ্ঠ সহচর।

জানতে চাইলে ওসি কাজী নাজমুল হক বলেন, নাজমুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে একটি অপরহরণ মামলা আছে। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হবে। আরও কিছু মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত