বরুড়া ভ্রাম্যমান আদালতে ৭ ফার্মেসীকে ৬১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার বরুড়ায় ভ্রাম্যমান আদালতে ৭ ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ সোমবার বরুড়া বাজারে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ প্রতিপালন বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সাতটি ফার্মেসিকে সংশ্লিষ্ট আইনে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মেসী গুলোর মধ্যে ১। মা মেডিকেল সেন্টার ১২ হাজার, ২। মেঘনা মেডিকেল হল ৫ হাজার টাকা, ৩। মাহী ফার্মেসী ৭ হাজার টাকা, ৪। পদ্মা মেডিকেল হল ৬ হাজার টাকা, ৫। যমুনা মেডিকেল হল ৮ হাজার টাকা, ৬। ডাঃ জিলানী ফার্মেসী ১৫ হাজার টাকা, ৭। আদর্শ ফার্মেসী ৮ হাজার টাকা, সহ ৭টি মামলায় ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিন ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০১৩ এর ক,খ,গ ও ঘ এর ধারা অনুযায়ী ফার্মেসীতে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা, রেজিস্ট্রার ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রয় করা, নিষিদ্ধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, সঠিক তাপমাত্রায় ফ্রীজে ঔষধ না রাখা, ফার্মেসিতে ফ্রিজের ব্যবস্থা না রাখা, ফার্মেসীতে ফার্মাসিস্ট না রাখায় ঔষদ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ এর ক, খ, গ ও ঘ ধারা অনুযায়ী ফার্মাসিস্ট না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ঔষধ প্রশাসন এর সহকারী পরিচালক সালমা সিদ্দিকা, সহ সঙ্গীয় ফোর্স। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় কয়েকটি ঔষধ ফার্মেসির মালিক শাটার বন্ধ করে চলে যায়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত