বরুড়া প্রতিনিধি
কুমিল্লার বরুড়ার পুকুরে খেলছিল চার শিশু-কিশোর। এ সময় পাশের সড়কে আচমকা খালি সিলিন্ডারবাহী এক পিকআপ উল্টে যায়। সিলিন্ডারভর্তি পিকআপ গিয়ে পড়ে শিশু-কিশোরদের গায়ে। ঘটনাস্থলেই মারা যায় এক কিশোর।
উপজেলার ঝলম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জিসান (১৩)। জিসান ওই এলাকার ফারুক হোসেনের ছেলে। এ সময়ে আহত হয়েছে আরো দুইজন। তারা হলো- একই গ্রামের আক্তার হোসেনের ছেলে মেহেদী হাসান ( ১১), মাসুদ আলমের ছেলে মাহফুজ আলম (৮)। অন্যশিশু রাফি পুকুরের মাঝখানে থাকাতে বেঁচে যায়। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, বরুড়া বাজার থেকে একটি পিকআপ ঝলম বাজারের দিকে যাচ্ছিল। আমি যতটুকু দেখেছি রাস্তা কিছুটা ভাঙা ছিল। চালকের অসতর্কতা অথবা পিকআপটি ব্রেকফেল করে এ দুর্ঘটনা ঘটতে পারে।
কুমিল্লার বরুড়ার পুকুরে খেলছিল চার শিশু-কিশোর। এ সময় পাশের সড়কে আচমকা খালি সিলিন্ডারবাহী এক পিকআপ উল্টে যায়। সিলিন্ডারভর্তি পিকআপ গিয়ে পড়ে শিশু-কিশোরদের গায়ে। ঘটনাস্থলেই মারা যায় এক কিশোর।
উপজেলার ঝলম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জিসান (১৩)। জিসান ওই এলাকার ফারুক হোসেনের ছেলে। এ সময়ে আহত হয়েছে আরো দুইজন। তারা হলো- একই গ্রামের আক্তার হোসেনের ছেলে মেহেদী হাসান ( ১১), মাসুদ আলমের ছেলে মাহফুজ আলম (৮)। অন্যশিশু রাফি পুকুরের মাঝখানে থাকাতে বেঁচে যায়। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, বরুড়া বাজার থেকে একটি পিকআপ ঝলম বাজারের দিকে যাচ্ছিল। আমি যতটুকু দেখেছি রাস্তা কিছুটা ভাঙা ছিল। চালকের অসতর্কতা অথবা পিকআপটি ব্রেকফেল করে এ দুর্ঘটনা ঘটতে পারে।