বরুড়ায় ওজনে কম দেওয়ায় ৫ টি দোকানে ভ্রাম্যমান আদালতে ৪৭ হাজার টাকা জরিমানা

বরুড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বরুড়া পৌর সদর বাজারে ওজনে মাল কম দেয়ায় ৫ টি দোকানে ভ্রাম্যমাণ আদালত ৪৭ হাজার টাকা জরিমানা করেন।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।

বরুড়া পৌর সদর বাজারের লোকনাথ ভান্ডার কে ৩ হাজার, শ্যামল স্টোর কে ২৫ হাজার, কাসেম স্টোর কে ৫ হাজার, ফেমাস সুপার কে ৬ হাজার ও মিস্টি মুখ স্টোর কে ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

গত ২৯ এপ্রিল মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংএ বরুড়া বাজারে ওজনে কম দেয়ার বিষয়টি অনেকে বক্তব্যে তুলে ধরেন। একদিন পরই তার প্রমাণ মিলে যায়। ৫ টি দোকানে ভ্রাম্যমাণ আদালত প্রবেশ করছে এবং ৫ টি দোকানে ওজনে কম দেয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। বাকী দোকান গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য সচেতন ভোক্তারা দাবী জানান। এসময় ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন অধিদপ্তরের প্রতিনিধি সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত