ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক সম্রাজ্ঞী আলেকাকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া আলেকা প্রকাশ আমেনা বেগম উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার মো. শফিক প্রকাশ জবানুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, আলেকা বেগম মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে একইদিন দুপুরে আদালতে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, সাজাপ্রাপ্ত আসামি আলেকা প্রকাশ আমেনা বেগমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। সে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক সম্রাজ্ঞী আলেকাকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া আলেকা প্রকাশ আমেনা বেগম উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার মো. শফিক প্রকাশ জবানুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, আলেকা বেগম মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে একইদিন দুপুরে আদালতে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, সাজাপ্রাপ্ত আসামি আলেকা প্রকাশ আমেনা বেগমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। সে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।