ব্রাহ্মণপাড়ায় সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া এমরান হোসেন মাষ্টারের বাড়ির সরকারি রাস্তার পাশ থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জাকির হোসেন ও মনির হোসেনের গংদের বিরুদ্ধে।

শনিবার (১০ মে) সকালে ৩টি মেহগনি গাছ কেটে নিয়ে যায় তারা।

স্থানীরা জানান, ব্রাহ্মণপাড়া এলাকার এমরান হোসেন সরকারি রাস্তার গাছ নিজের হাতে রোপণ করা করেন। একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে জাকির হোসেন, মনির হোসেন, জাকির হোসেনের ছেলে নাদিম, মনির হোসেনের ছেলে রায়হান শনিবার সকালে গাছ গুলো কেটতে দেখা দেয়। তখন স্থানীয়রা বাঁধা দিলেও তাদের এ বাঁধায় কোনো কর্ণপাত না করে এরই মধ্যে ৩টি গাছ কেটে ফেলে।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন(৫৫) বলেন, রাস্তার পাশের গাছ গুলো এমরান মাষ্টার লাগাইছে এটা এলাকার ছোট বড় সবাই জানে। শনিবার সকাল আনুমানিক সাথে নয়টায় আমি দোকানে চা খেতে আসি। তখন দেখতে পাই, জাকির হোসেন ও মনির হোসেন কাটতে দেখতে পাই। তখন তাদেরকে অনেকেই বাঁধা দেয় কিন্তু তারা শুনেন নি।

এমরান হোসেন মাষ্টার বলেন, আমি প্রায় ৩০ বছর আগে গাছ গুলো রোপণ করি এটা এলাকার সকলেই জানে। এখন সরকারিভাবে রাস্তার কাজ চলছে। এই সুযোগে তারা গাছ গুলো কেটে নিয়ে যায়। আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে বিষয়টি অবগত করেছি। তিনি ব্যবস্থা নেওয়া আশ্বাস দেন।

গাছ কাটার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেওয়া হয়। অভিযুক্তদেরকে অফিসে ডাকা হয়েছে। সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাটার কোনো সুযোগ নেই। কেউ যদি এ ধরনের কাজ করে থাকে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত