ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবক হাসিবুল ইসলাম (২৩) চান্দলা (শান্তিনগর) গ্রামের বাসিন্দা।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সোমবার দুপুরে শিশুটি অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করার সময় হাসিবুল হোসেন তাকে ডেকে নিয়ে যায়। হাসিবুল হোসেনের ঘরের সামনে গেলে শিশুটিকে মুখে চাপ দিয়ে ধরে বসতঘরের ভেতরে নিয়ে যায় এবং ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। এ সময় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে হাসিবুল।
পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি পরে হাসিবুল ইসলামের দরজা বন্ধ অবস্থায় ঘরের মধ্যে খুঁজে পায়। পরবর্তীতে শিশুটি পরিবারের লোকজনের সামনে ঘটনাটি বলে। এ ব্যাপারে শিশুটির বাবা ১৩ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলার দায়ের করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবক হাসিবুল ইসলাম (২৩) চান্দলা (শান্তিনগর) গ্রামের বাসিন্দা।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সোমবার দুপুরে শিশুটি অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করার সময় হাসিবুল হোসেন তাকে ডেকে নিয়ে যায়। হাসিবুল হোসেনের ঘরের সামনে গেলে শিশুটিকে মুখে চাপ দিয়ে ধরে বসতঘরের ভেতরে নিয়ে যায় এবং ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। এ সময় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে হাসিবুল।
পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি পরে হাসিবুল ইসলামের দরজা বন্ধ অবস্থায় ঘরের মধ্যে খুঁজে পায়। পরবর্তীতে শিশুটি পরিবারের লোকজনের সামনে ঘটনাটি বলে। এ ব্যাপারে শিশুটির বাবা ১৩ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলার দায়ের করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।