ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে মাটি উত্তোলন ও সড়কে যানযট সৃষ্টির অপরাধে ২ ব্যক্তিকে অর্থদণ্ড

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন ও সড়কে যানযট সৃষ্টির অপরাধে দুই ব্যক্তিকে ৫২ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চান্দলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এঅভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা।

অভিযানে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালতের দল। এসময় অবৈধ ড্রেজার মেশিন, পাইপ ও অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করা হয়।

ড্রেজার মালিককে ঘটনাস্থল থেকে আটক করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

অপরদিকে চান্দলা এলাকায় সড়কে যানবাহন থামিয়ে রেখে যানযট সৃষ্টি করার অভিযোগে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, "কৃষি জমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এবং সড়কে জনসাধারণের নিরাপদ চলাচল ব্যাবস্থা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত