ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সামিউল বাসির (৫৫) নামে এক ব্যক্তি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সামিউল বাসির উপজেলার সদর ইউনিয়নের মহালহ্মিপাড়া গ্রামের প্রয়াত নোয়াব মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে অভিমান করে মঙ্গলবার সকালে কীটনাশক খেয়ে ফেলেন তিনি। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্র্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সামিউল বাসির (৫৫) নামে এক ব্যক্তি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সামিউল বাসির উপজেলার সদর ইউনিয়নের মহালহ্মিপাড়া গ্রামের প্রয়াত নোয়াব মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে অভিমান করে মঙ্গলবার সকালে কীটনাশক খেয়ে ফেলেন তিনি। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্র্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।