• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৮
logo

ব্রাহ্মণপাড়ায় দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৮
Photo

ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গত শনিবার সন্ধ্যায় ভাইরাল হওয়া ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে ৮ ডিসেম্বর ওই বিদ্যালয়টির অফিস কক্ষে মারামারির এ ঘটনা ঘটে। ৩৩ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষককে আরেকজন শিক্ষক চেয়ারের সঙ্গে চেপে ধরে আছেন।

এই সময় এক নারী শিক্ষককে বলতে শোনা যায়, আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো। জুনায়েদ সাহেব আপনারা এডি কাজ করছেন, আপনারা এডি কাজ করতাছেন। মারামারি করা লাগে দুই জনে, কাইজ্জা করন লাগে?

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুরায়েদ ও সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনের মধ্যে এ হাতাহাতির ঘটনাটি ঘটে। নানা সময় তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হতো। গত ৮ ডিসেম্বর বিদ্যালয়ের অফিস কক্ষে ওই দুই শিক্ষকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।

একপর্যায় হাতাহাতির শুরু হয়। এ সময় মাহমুদুল হাসান জুনায়েদ অফিসে থাকা একটি বঁটি (ধারালো অস্ত্র) নিয়ে সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় সহকারী শিক্ষিকা ঝুর্না আক্তার দ্রুত এগিয়ে গিয়ে জুরায়েদের কাছ থেকে বঁটি কেড়ে নেন। পরে দুই শিক্ষকের মধ্যে পুনরায় হাতাহাতি শুরু হয়।

হাতাহাতির একপর্যায় জুনায়েদ ধাক্কা দিয়ে চেয়ারে ফেলে মহিউদ্দিনের গলা চেপে ধরেন। এ সময়ে উপস্থিত সহকারী শিক্ষকদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে দুজনের মধ্যে মারামারি বন্ধ হয়।

এ বিষয়ে সহকারী শিক্ষক মাহমুদুল হাসার জুরায়েদ বলেন, যেই ভিডিও ফেসবুকে ছাড়া হয়েছে, সেটি ঘটনার শেষাংশ। প্রথম দিকে আমাকে তিনি দুইবার ধাক্কা দেন এবং দিয়ে চেয়ারে ফেলে দিয়ে আমার শার্টের কলার ধরেন। আমি আত্মরক্ষার জন্য তাকে ধাক্কা দিলে তিনিও চেয়ারে পড়ে যান। আমি আত্মরক্ষার জন্য তার হাত ও পায়ে হাত দিলে ধরে রাখি। তাকে বঁটি দিয়ে আঘাতের চেষ্টা বিষয়টি মিথ্যা। সহকারী শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, জুনায়েদ সাহেব সবসময় জোরজবরদস্তি ও ক্ষমতা দেখান। কেউ তার কথা না শুনলেই রাগান্বিত হয়ে যান তিনি। এর আগেও তিনি আমাকে হাতুড়ি দিয়ে মারতে চেয়েছিলেন। সেদিন তিনি অফিস কক্ষে বসে আমাকে হুমকি-ধামকি দিচ্ছিলেন। আমি প্রতিবাদ করায় আমার ওপর চড়াও হন তিনি। পরে আমাদের মধ্যে কথা-কাটাাকাটি হয়। হঠাৎ করেই তিনি অফিসে রান্নাবান্নার জন্য রাখা দা দিয়ে আমাকে মারতে তেড়ে আসেন। ঝর্না ম্যাডাম তার হাত থেকে দা কেড়ে নেন। পরে তিনি আমাকে চেয়ারে ফেলে আমার গলা চেপে ধরেন।

প্রত্যক্ষদর্শী সহকারী শিক্ষিকা ঝর্না আক্তার বলেন, আমি সেসময় অফিস কক্ষে কাজ করছিলাম। জুনায়েদ স্যার নিজে নিজেই কথা বলছিলেন। একসময় মহিউদ্দিন স্যার কথার জবাব দিলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় । পরে ঝগড়া লেগে যায়। এর পর জুনায়েদ সাহেব অফিসের বঁটি দা হাতে নিলে আমি তা কেড়ে নিই। এর পরেও দুজনের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলী আক্তার জানান, গত ৮ ডিসেম্বর অফিসকক্ষে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনার তিনি উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করেছেন। পরে সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান আমাদের স্কুল পরিদর্শন করেন।

তিনি বলেন, ঘটনা বিস্তারিত তথ্য নিয়ে গেছেন এটিও স্যার। বাকিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন বলেও জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি সহকারী শিক্ষা অফিসারকে ওই বিদ্যালয় পাঠাই। এ ঘটনায় রির্পোট তৈরি করে আমরা জেলায় পাঠিয়েছি। জেলা শিক্ষা অফিস এ ঘটনার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

এদিকে এই ভিডিও ভাইরাল হওয়ার পরে শিক্ষা বিভাগ ও ব্রাহ্মণাপাড়া এটা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে।

Thumbnail image

ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গত শনিবার সন্ধ্যায় ভাইরাল হওয়া ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে ৮ ডিসেম্বর ওই বিদ্যালয়টির অফিস কক্ষে মারামারির এ ঘটনা ঘটে। ৩৩ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষককে আরেকজন শিক্ষক চেয়ারের সঙ্গে চেপে ধরে আছেন।

এই সময় এক নারী শিক্ষককে বলতে শোনা যায়, আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো। জুনায়েদ সাহেব আপনারা এডি কাজ করছেন, আপনারা এডি কাজ করতাছেন। মারামারি করা লাগে দুই জনে, কাইজ্জা করন লাগে?

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুরায়েদ ও সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনের মধ্যে এ হাতাহাতির ঘটনাটি ঘটে। নানা সময় তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হতো। গত ৮ ডিসেম্বর বিদ্যালয়ের অফিস কক্ষে ওই দুই শিক্ষকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।

একপর্যায় হাতাহাতির শুরু হয়। এ সময় মাহমুদুল হাসান জুনায়েদ অফিসে থাকা একটি বঁটি (ধারালো অস্ত্র) নিয়ে সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় সহকারী শিক্ষিকা ঝুর্না আক্তার দ্রুত এগিয়ে গিয়ে জুরায়েদের কাছ থেকে বঁটি কেড়ে নেন। পরে দুই শিক্ষকের মধ্যে পুনরায় হাতাহাতি শুরু হয়।

হাতাহাতির একপর্যায় জুনায়েদ ধাক্কা দিয়ে চেয়ারে ফেলে মহিউদ্দিনের গলা চেপে ধরেন। এ সময়ে উপস্থিত সহকারী শিক্ষকদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে দুজনের মধ্যে মারামারি বন্ধ হয়।

এ বিষয়ে সহকারী শিক্ষক মাহমুদুল হাসার জুরায়েদ বলেন, যেই ভিডিও ফেসবুকে ছাড়া হয়েছে, সেটি ঘটনার শেষাংশ। প্রথম দিকে আমাকে তিনি দুইবার ধাক্কা দেন এবং দিয়ে চেয়ারে ফেলে দিয়ে আমার শার্টের কলার ধরেন। আমি আত্মরক্ষার জন্য তাকে ধাক্কা দিলে তিনিও চেয়ারে পড়ে যান। আমি আত্মরক্ষার জন্য তার হাত ও পায়ে হাত দিলে ধরে রাখি। তাকে বঁটি দিয়ে আঘাতের চেষ্টা বিষয়টি মিথ্যা। সহকারী শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, জুনায়েদ সাহেব সবসময় জোরজবরদস্তি ও ক্ষমতা দেখান। কেউ তার কথা না শুনলেই রাগান্বিত হয়ে যান তিনি। এর আগেও তিনি আমাকে হাতুড়ি দিয়ে মারতে চেয়েছিলেন। সেদিন তিনি অফিস কক্ষে বসে আমাকে হুমকি-ধামকি দিচ্ছিলেন। আমি প্রতিবাদ করায় আমার ওপর চড়াও হন তিনি। পরে আমাদের মধ্যে কথা-কাটাাকাটি হয়। হঠাৎ করেই তিনি অফিসে রান্নাবান্নার জন্য রাখা দা দিয়ে আমাকে মারতে তেড়ে আসেন। ঝর্না ম্যাডাম তার হাত থেকে দা কেড়ে নেন। পরে তিনি আমাকে চেয়ারে ফেলে আমার গলা চেপে ধরেন।

প্রত্যক্ষদর্শী সহকারী শিক্ষিকা ঝর্না আক্তার বলেন, আমি সেসময় অফিস কক্ষে কাজ করছিলাম। জুনায়েদ স্যার নিজে নিজেই কথা বলছিলেন। একসময় মহিউদ্দিন স্যার কথার জবাব দিলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় । পরে ঝগড়া লেগে যায়। এর পর জুনায়েদ সাহেব অফিসের বঁটি দা হাতে নিলে আমি তা কেড়ে নিই। এর পরেও দুজনের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলী আক্তার জানান, গত ৮ ডিসেম্বর অফিসকক্ষে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনার তিনি উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করেছেন। পরে সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান আমাদের স্কুল পরিদর্শন করেন।

তিনি বলেন, ঘটনা বিস্তারিত তথ্য নিয়ে গেছেন এটিও স্যার। বাকিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন বলেও জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি সহকারী শিক্ষা অফিসারকে ওই বিদ্যালয় পাঠাই। এ ঘটনায় রির্পোট তৈরি করে আমরা জেলায় পাঠিয়েছি। জেলা শিক্ষা অফিস এ ঘটনার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

এদিকে এই ভিডিও ভাইরাল হওয়ার পরে শিক্ষা বিভাগ ও ব্রাহ্মণাপাড়া এটা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

২

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে বাস মালিক গ্রেপ্তার

৩

হোমনা ও তিতাস উপজেলা নিয়েই কুমিল্লা-২ আসন, সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

৪

এ দেশের মানুষ নিজেদের অধিকার রক্ষায় বারবার রক্ত দিয়েছে : ড. সায়মা

৫

কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির সভাপতি মোজাম্মেল সম্পাদক জাহিদ

সম্পর্কিত

ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

৭ ঘণ্টা আগে
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে বাস মালিক গ্রেপ্তার

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে বাস মালিক গ্রেপ্তার

১২ ঘণ্টা আগে
হোমনা ও তিতাস উপজেলা নিয়েই কুমিল্লা-২ আসন,  সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

হোমনা ও তিতাস উপজেলা নিয়েই কুমিল্লা-২ আসন, সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

১২ ঘণ্টা আগে
এ দেশের মানুষ নিজেদের অধিকার রক্ষায় বারবার রক্ত দিয়েছে : ড. সায়মা

এ দেশের মানুষ নিজেদের অধিকার রক্ষায় বারবার রক্ত দিয়েছে : ড. সায়মা

১৫ ঘণ্টা আগে